মুম্বই: নয় নয় করে এক সপ্তাহ পার। অভিনেত্রী শেফালী জরিওয়ালার মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না অনেকেই। শোকের ভারে ভারাক্রান্ত তাঁর গোটা পরিবারও। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি উজাড় করে দিলেন অভিনেতা পরাগ ত্যাগী। স্ত্রী র উদ্দেশে আবেগতাড়িত বার্তা পোস্ট করলেন তিনি। (Parag Tyagi)
শেফালীর সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত ইনস্টাগ্রামে তুলে ধরেছেন পরাগ। লিখেছেন, ‘পরী, প্রত্যেক বার যখন জন্ম নেবে তিনি, আমি তোমাকে খুঁজে বের করবই। প্রত্যেক জীবনে শুধু তোমাকেই ভালবাসব আমি। চিরকাল আমি তোমাকেই ভালবাসি, আমার গুন্ডি, আমার ছোকরি’। (Shefali Jariwala)
গত ২৭ জুন মারা যান শেফালী। মুম্বইয়ে নিজের ফ্ল্যাটেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেই থেকে নয় নয় আট দিন পেরিয়ে গিয়েছে। এখনও শোকে ভারাক্রান্ত শেফালীর গোটা পরিবার। বিশেষ করে পরাগের অবস্থা নিয়ে অনেকেই চিন্তিত। শেষ বার শ্মশানে শেফালীর নিথর দেহের পাশে বসে থাকতে দেখা গিয়েছিল পরাগকে। শেষ বার শেফালীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন তিনি। কপালে চুম্বনও করেন।
শেফালীর মৃত্যুতে গোটা ইন্ডাস্ট্রিতেই শোকের ছায়া নেমে আসে। সেই আবহে কার্যত একাই সব কিছু সামলেছিলেন পরাগ। শেফালীর মৃতদেহও তিনি বহন করেন। যাবতীয় রীতিনীতির খেয়াল রাখেন স্বামী হিসবে। মানসিক ভাবে বিপর্যস্ত হলেও, সবকিছু, সবদিক সামলান। তাঁকে নিয়ে চিন্তিত অনেকেই। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি উজাড় করে দিলেন পরাগ।
হৃদরোগে আক্রান্ত হয়েই শেফালী মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ থেকে শেফালীর পরিবার ও পরিচিতদের বয়ান রেকর্ড, সব কিছুই সম্পন্ন করেছে পুলিশ। যে দোকান থেকে ওষুধ কিনতেন শেফালী, সেই দোকানের কর্মীদের সঙ্গেও কথা বলে পুলিশ। এখনও পর্যন্ত শেফালীর মৃত্যুতে কোনও অস্বাভিকতা খুঁজে পাওয়া যায়নি বলে খবর।
‘কাঁটা লাগা’ গানের মিউজিক ভিডিওয় মুখ দেখিয়েই উত্থান শেফালীর। এর পর একাধিক ছবি, রিয়্যালিটি শো-তেও মুখ দেখান শেফালী। তবে মৃত্যুর পরও ‘কাঁটা লাগা গার্ল’ তকমা সেঁটে রয়েছে তাঁর গায়ে। তবে শেফালী এমনই চেয়েছিলেন। একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত ‘কাঁটা লাগা গার্ল’ পরিচয়েই বেঁচে থাকতে চান তিনি। শেফালীর মৃত্যুতে অনুরাগীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।