<p><strong>পার্থপ্রতিম ঘোষ, কলকাতা :</strong> বেহালার সখেরবাজারে মর্মান্তিক ঘটনা। বন্ধুর বাবার মারে মৃত্যু হয়েছে এক তরুণের। জানা গিয়েছে, মদ্যপান ঘিরে চার বন্ধুর বচসা বাঁধে। তিন বন্ধু মিলে আরেকজনকে মারধর করেছে বলে অভিযোগ। এই মার খাওয়া তরুণ তাঁর বাবাকে ফোন করে ডেকেছিলেন। ওই ব্যক্তি এসে ছেলের সঙ্গে মিলে এক বন্ধুকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। মারের চোটেই ওই তরুণের মৃত্যু হয়েছে বলে খবর। বেধড়ক মারধররে পর গুরুতর জখম অবস্থায় ওই তরুণকে বিদ্যাসাগর স্<a title="টেট" href="https://bengali.abplive.com/topic/tet" data-type="interlinkingkeywords">টেট</a> জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম বাপি অধিকারী। </p>
<p>প্রকাশ্য রাস্তায়, দিনের আলোয় রবিবার সকাল ৭টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বেহালা সখেরবাজারের সুপার মার্কেটের ভিতরের দিকে একটি জায়গায় ওই তরুণকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। রাস্তায় মারতে মারতে বাজারের মধ্যে নিয়ে যাওয়া হয় তাঁকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের সায়েন্টিফিক উইং- এর সদস্যরা। তদন্তের স্বার্থে নমুনা সংগ্রহ করবেন তাঁরা। ওই এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেগুলি সব খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, সকালে দোকান খুলতে এসে তাঁরা দেখেছেন ওই তরুণ অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়েছিল। আশপাশ থেকেই অনেকেই ততক্ষণে বলতে শুরু করেছিলেন, ‘ওকে তোলো। মনে হয় মরে গেছে।’ পুলিশকেও খবর দেন স্থানীয়রাই। </p>
<p>বাজার কমপ্লেক্সের মধ্যে এভাবে যে মারধর করে এক তরুণের এ হেন অবস্থা হবে, বুঝতে পারেননি সামনে থাকা কেউই। স্থানীয়রা বলছেন, ‘চোখের সামনেই সবটা হল, কিন্তু বুঝতে পারিনি যে এমন মারাত্মক ঘটনা ঘটে যাবে।’ অভিযুক্ত ব্যক্তি এবং তাঁর ছেলেকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের। রাস্তা থেকে কার্যত মারতে মারতে বাজারের ভিতর দিকে নিয়ে গিয়েও মারধর করা হয় বছর চব্বিশের বাপিকে। কর্পোরেশনের সুপার মার্কেটের মধ্যে কীভাবে এ হেন ঘটনা ঘটল, তাও প্রকাশ্য দিবালোকে, তা নিয়েই উঠছে নানা প্রশ্ন। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। </p>
<p>শনিবার রাত ১১টা নাগাদ বন্ধুদের সঙ্গে রাস্তায় বেরোন বাপি। প্রায় সারারাত ধরেই চলে চার বন্ধুর মদ্যপান। রাতভর একসঙ্গেই ছিলেন চার বন্ধু। এরপর রবিবার সকালে সখেরবাজার মার্কেট কমপ্লেক্সের কাছে বচসা শুরু হয় বাপি এবং তাঁর বন্ধুদের মধ্যে। এক বন্ধুকে বাকিরা চড় মারেন বলে অভিযোগ। এরপরই চড় খাওয়া ওই তরুণ, তাঁর বাবাকে ফোন করে ডেকে আনেন। ওই ব্যক্তি এলাকায় এসে বাপিকে বেধড়ক মারধর করতে শুরু করেন একেবারে রাস্তার উপরেই। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তায় ফেলে মারধর করা হয় বাপিকে। কিল, চড়, লাথি, ঘুষি, বাদ যাচ্ছিল না কিছুই। মার খেতে খেতেও উঠে পালানোর চেষ্টা করেন বাপি। কিন্তু তাঁকে ওই অবস্থাতেই মারতে মারতে বাজারের কিছুটা ভিতর দিকে নিয়ে গিয়েও মারধর করা হয়। অভিযোগ, বাপি ছাড়া আরও ২ তরুণকেও মারধর করেছেন অভিযুক্ত ব্যক্তি ও তাঁর ছেলে। </p>
<p>যে চার বন্ধু ছিলেন, তাঁদের মধ্যে একজন জানিয়েছেন, আজ সকালে বাজারের সামনে চা খাচ্ছিলেন তাঁরা। তখনই বন্ধুদের মধ্যে তর্ক হয়। তিনি এক বন্ধুকে চড় মারেন। তারপর সাময়িক ভাবে সব মিটে যায়। বন্ধুকে বাড়ি চলে যেতেও বলেন তিনি। চড় খাওয়ার পর ওই তরুণ প্রথমে কিছু না বললেও পরে ফোন করে বাবাকে ডেকে আনেন। তারপর ২ জন মিলেই বেধড়ক মারধর করেন বাপিকে। তাঁর মাথা ঠুকে দেওয়া হয় বলেও অভিযোগ। ওই তরুণের কথায়, ‘ওর বাবার এত রাগ হওয়ার কিছু ছিল না। ওর ও এত রাগ হওয়ার কিছু ছিল না। এটা এমন কোনও সিরিয়াস ব্যাপারই না যে একজনকে মেরে ফেলবে।’ ওই তরুণ আরও জানিয়েছেন, ঘটনা ঘটেছে রবিবার সকাল ৭টার কিছু পরে। এলাকায় তখন লোকজন ছিলেন। কিন্তু প্রথমে কেউই সেভাবে কিছু বুঝতে পারেননি। </p>
Source link
বন্ধুর বাবার মারে মৃত্যু তরুণের ! বেহালায় মর্মান্তিক ঘটনা
