NOW READING:
Durand Cup 2025: ভরপুর চমকের ডুরান্ড, মণিপুর ডার্বির সঙ্গে ২ বিদেশি টিম! ইস্ট-মোহনের প্রথম ম্যাচ কবে?
July 5, 2025

Durand Cup 2025: ভরপুর চমকের ডুরান্ড, মণিপুর ডার্বির সঙ্গে ২ বিদেশি টিম! ইস্ট-মোহনের প্রথম ম্যাচ কবে?

Durand Cup 2025: ভরপুর চমকের ডুরান্ড, মণিপুর ডার্বির সঙ্গে ২ বিদেশি টিম! ইস্ট-মোহনের প্রথম ম্যাচ কবে?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের রাজধানী নয়াদিল্লিতে ঢাকে কাঠি পড়ল ১৩৪ তম ডুরান্ড কাপের (Durand Cup 2025)। ভারতীয় সেনা (Indian Army) পরিচালিত, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ও বিশ্বের তৃতীয় প্রাচীন ফুটবল টুর্নামেন্ট চলবে আগামী ২৩ জুলাই থেকে ২৩ অগাস্ট পর্যন্ত। গত শুক্রবার ‘ফ্ল্যাগ অফ’ অনুষ্ঠান হয়ে গেল রাষ্ট্রপতি ভবনে। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেই দেশের সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) অনিল চৌহান, স্থলসেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী ও বায়ুসেনা প্রধান অমর প্রীত সিং। 

আরও পড়ুন: ‘কপিল-শ্রীনাথরা কীভাবে ননস্টপ খেলত?’ বর্তমান পেসারদের ফিটনেস নিয়ে তুলোধোনা সানির…

মোহনবাগান ‘ইন’!

প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্ভাব্য সূচিও ঘোষণা করে দিয়েছে ডুরান্ড। ১৭ বারের চ্যাম্পিয়ন মোহনবাগান, আগে ডুরান্ড থেকে নাম প্রত্যাহার করে নিলেও শেষ মুহূর্তের আলোচনার পর তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই টুর্নামেন্টে। যদিও মোহনবাগানের দলনির্বাচন নির্ভর করছে আগামী ১৮ জুলাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধানের উপর সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপরেই। ২০২৩ সালে মোহনবাগান শেষবার ডুরান্ড জিতেছিল। সেবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনাল দেখেছিল বাঙালির আবেগের মহাডার্বি। মোহবাগান ১-০ গোলে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে। ৭১ মিনিটে জয়সূচক গোল করে সল্টলেক স্টেডিয়ামে আবেগের সুনামি নিয়ে এসেছিলেন দিমিত্রিওস পেত্রাতোস। 

ডুরান্ডে আইএসএল ক্লাব

চলতি বছর ডুরান্ডে ১৩টি আইএসএল ক্লাবের ৬টি ক্লাব অংশ নিচ্ছে। রয়েছে বাংলারই ৪ ক্লাব। কলকাতার তিন প্রধান-ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডানের সঙ্গে রয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আই-লিগ ২ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি। রয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি, পঞ্জাব এফসি এবং জামশেদপুর এফসি। এই প্রথম ডুরান্ডে ডেবিউ করতে চলেছে কিবু ভিকুনার ক্লাব। এবার ডুরান্ডে দেখা যাবে না চেন্নাইয়িন এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স এফসি, বেঙ্গালুরু এফসি, হায়দরাবাদ এফসি, ওড়িশা এফসি এবং মুম্বই সিটি এফসির মতো ৭ ক্লাববে। 

৫ রাজ্যে ডুরান্ড!

ডুরান্ডের গৌরবোজ্জ্বল ইতিহাসে এই প্রথমবার টুর্নামেন্ট পাঁচ রাজ্যে অনুষ্ঠিত হবে- পশ্চিমবঙ্গের সঙ্গেই ঝাড়খণ্ড, অসম, মেঘালয় এবং মণিপুরেও খেলা হবে। উত্তেজনা আরও বাড়াবে শিলংয়ের দুই ক্লাব- শিলং লাজং এফসি এবং রাংদাজিয়েদ ইউনাইটেড এফসি। একটি বিশেষ আকর্ষণ হবে নেরোকা এফসি এবং ট্রাউ এফসি খেলবে। যার ফলে ডুরান্ড দেখবে মণিপুর ডার্বিও!স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা এবার জাতীয় পর্যায়ে
 
বিদেশের দলও!

দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিক নতুন দলও এবার ডুরান্ড খেলবে। যার মধ্যে রয়েছে বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি দল থাকছে। রয়েছে বাংলার ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবও। এবার ডুরান্ডে দু’টি বিদেশি দলেরও অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। দেখা যেতে পারে ইন্দোনেশিয়া আর্মি ও নেপাল ত্রিভুবন আর্মি ফুটবল ক্লাবকেও। যদিও টুর্নামেন্ট কমিটি তাদের নাম এখনও নিশ্চিত করেনি। সূত্রের ইঙ্গিত, যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বর্তমান সূচিতে সামান্য পরিবর্তন আসতে পারে। ভারতীয় সশস্ত্রবাহিনীর তিনট দল – সেনা, নৌ এবং বিমান বাহিনী ফিরেছে ডুরান্ডে। পাশাপাশি ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) ও ফিরছে। সীমান্ত সুরক্ষা বাহিনী এবং নেপাল সেনাও এই তালিকায় যোগ দিতে পারে। ডুরান্ডের পূর্ণাঙ্গ লাইনআপে ২৪ দল থাকবে, যা ছ’টি গ্রুপে ভাগ করা হবে।

আরও পড়ুন: ৮ ম্যাচে ১ জয়! সুনীলদের হেড কোচের ইনিংস শেষ, মানোলোর পদত্যাগে সিলমোহর ফেডারেশনের…

স্টমোহনের প্রথম ম্যাচ কবে?  

সম্ভাব্য সূচি অনুসারে ২৩ জুলাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল ও অভিষেককারী সাউথ ইউনাইটেড এফসি মুখোমুখি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ৩১ জুলাই গ্রুপ পর্বের সবচেয়ে প্রত্যাশিত ম্যাচ হবে মোহনবাগান ও মহামেডানের ডার্বি। দুই দলেরই ডুরান্ড অভিযান শুরু ওদিন। খেলা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। কলকাতায় যুবভারতী ও কিশোর ভারতীতে খেলা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link