NOW READING:
২৪৪ রানে এগিয়ে ভারত, ক্রিজে রাহুল ও করুণ, ভারত বনাম ইংল্যান্ড টেস্টের লাইভ আপডেট
July 4, 2025

২৪৪ রানে এগিয়ে ভারত, ক্রিজে রাহুল ও করুণ, ভারত বনাম ইংল্যান্ড টেস্টের লাইভ আপডেট

২৪৪ রানে এগিয়ে ভারত, ক্রিজে রাহুল ও করুণ, ভারত বনাম ইংল্যান্ড টেস্টের লাইভ আপডেট
Listen to this article


বার্মিংহাম: এজবাস্টনে ইতিহাস তৈরি করেছেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর ২৬৯ রানের ইনিংসই ইংল্যান্ডের মাটিতে টেস্টে কোনও ভারতীয়র (India vs England) খেলা সর্বোচ্চ রানের ইনিংস। সুনীল গাওস্কর, রাহুল দ্রাবিড়দের ছাপিয়ে রেকর্ডবুকে নিজের নাম সবার ওপরে খোদাই করে নিলেন ভারতীয় টেস্ট দলের নবনিযুক্ত অধিনায়ক।

শুভমনের ইনিংস দেখে উচ্ছ্বসিত ইংল্যান্ড শিবিরও। মুগ্ধতার ছবিটা কেমন? প্রসিদ্ধ কৃষ্ণ দিনের শেষ বলটা করতেই ব্যাট বগলদাবা করে ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করলেন হ্যারি ব্রুক। অপর অপরাজিত ব্যাটার জো রুটকে দেখা গেল উল্টো দিকে হাঁটা দিলেন। তিনি এগিয়ে গেলেন শুভমন গিলের দিকে। করমর্দন করলেন ভারতের অধিনায়কের সঙ্গে। ইংল্যান্ড তো বটেই, বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার অভিনন্দন জানাতে এগিয়ে যাচ্ছেন, এটাই শুভমনের ইনিংসের সার্থকতা। দিনটি যে ছিল শুভমনেরই।

ভারতের প্রথম ইনিংসে তোলা ৫৮৭ রানের জবাবে ব্যাট করতে শুরুতেই বিপাকে পড়েছিল ইংল্যান্ড। যশপ্রীত বুমরার পরিবর্তে সুযোগ পাওয়া পেসার আকাশ দীপ, যিনি ঘরোয়া ক্রিকেট খেলেন বাংলার জার্সিতে, পরপর ২ বলে তুলে নিলেন বেন ডাকেট ও অলি পোপকে। ১৩/২ হয়ে যায় ইংল্যান্ড। তার খানিক পরেই জ্যাক ক্রলিকে ফেরান মহম্মদ সিরাজ। ২৫/৩ হয়ে যাওয়া ইংল্যান্ডকে টানছেন রুট ও ব্রুক। 

 

প্রায় সাড়ে আট ঘণ্টা ক্রিজে থেকে ২৬৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন শুভমন। দিনের নায়কও তিনিই। খেলার শেষে ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে শুভমন বলেন, ‘আমাদের দল ভাল জায়গায় আছে। আমি কয়েকটা দিক নিয়ে পরিশ্রম করেছিলাম। আইপিএল শেষ হওয়ার পর বিশেষ প্রস্তুতি নিয়েছিলাম যা টেস্ট ক্রিকেটের আগে খুব জরুরি ছিল। এখনও পর্যন্ত যা দেখছি, সেগুলো আমাকে সাহায্য করেছে।’ তিনি আকাশ দীপের বলে স্লিপে দারুণ একটি ক্যাচও ধরেন। বেন ডাকেট আউট হন। সেটাই ইংল্যান্ডের প্রথম উইকেট হারানো। শুভমন বলেছেন, ‘গত দুদিন আমি ব্যাট করছিলাম বলে স্লিপে কোনও ক্যাচ ধরিনি। ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ আর আমরা সেটা নিয়ে আলোচনাও করেছি। জানতাম আমরা আগের ম্যাচের চেয়ে ৫০ শতাংশও ভাল করতে পারলেও প্রভাব পড়বে।’





Source link