July DA Hike News: মোদি সরকার কেন্দ্র সরকারি কর্মীদের জন্য বড় সুখবর দিতে চলেছেন আর কিছুদিনের মধ্যেই। কেন্দ্র সরকারি কর্মীদের মুখে এবার ফুটবে হাসি। পুজোর আগেই হাতে আসবে বাড়তি টাকা। সরকারের তরফ থেকে সূত্র মারফত জানা গিয়েছে যে এবারে কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘভাতা (DA Hike) ৪ শতাংশ হারে বাড়ানো হতে পারে। জুলাই ২০২৫ থেকেই এই বর্ধিত ডিএ (Cnetral Govt Employee) কার্যকর হতে পারে। এর ফলে বর্তমান ৫৫ শতাংশের মহার্ঘভাতা বেড়ে হতে পারে ৫৯ শতাংশ।
মুদ্রাস্ফীতিও তুঙ্গে
২০২৫ সালের মে মাসে ইন্ডাস্ট্রিয়াল শ্রমিকদের জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ০.৫ শতাংশ বেড়ে হয়েছে ১৪৪, যা মার্চ মাসে ছিল ১৪৩ এবং এপ্রিল মাসে ছিল ১৪৩.৫। আর এই সূচক বৃদ্ধির কারণেই মহার্ঘভাতা বাড়ানোর কথাও চিন্তা করা হয়েছে সরকারি তরফে। বলা হচ্ছে যে যদি এই সূচক এই হারেই বাড়তে থাকে তাহলে তা জুন মাসে ১৪৪.৫-তে চলে আসতে পারে। আর এর ফলে ১২ মাসের গড় সূচক পৌঁছাতে পারে ১৪৪.১৭-এ।
কী এই সূচক
সরকার মূলত AICPI-IW সূচক ব্যবহার করে মুদ্রাস্ফীতির অবস্থা বুঝতে, মহার্ঘভাতা নিয়ন্ত্রণ করতে এবং নীতি নির্ধারণ করতে। এই AICPI-IW সূচক নির্ণয় করে দেশের ইন্ডাস্ট্রিয়াল শ্রমিকদের জীবনযাপনের অবস্থা কেমন বা তাদের জীবনযাপনের খরচ কত বেড়েছে ইত্যাদি বিষয়। আর এই সূচক থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে মহার্ঘভাতা বাড়ানো হবে কিনা। প্রতি বছর দুই বার করে এই মহার্ঘভাতা সংশোধিত হয়। একবার হয় জানুয়ারি মাসে আর একবার হয় জুলাই মাসে। বিগত ১২ মাসের সূচকের তথ্যের উপর ভিত্তি করে ডিএ বাড়ানো হয়।
ডিএ বাড়লে আপনার কী সুবিধে হবে
ডিএ বাড়লে আপনার বেসিক বেতনও এক ধাপে অনেকটা বেড়ে যাবে। এর ফলে আপনার প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ বাড়বে, গ্র্যাচুইটির অঙ্কও বাড়বে অনেকটাই। ধরে নেওয়া যাক আপনার বেসিক বেতন ১৮ হাজার টাকা, আর ডিএ যদি এখন ৫৫ শতাংশ থেকে বেড়ে হয় ৫৯ শতাংশ, তাহলে আপনি ১০ হাজার ৬২০ টাকা পাবেন ডিএ হিসেবে যেখানে বর্তমানে আপনি পেতেন ৯০০০ টাকা। অর্থাৎ প্রতি মাসের বেতন আপনার ৭২০ টাকা হারে বেড়ে যাবে। একইভাবে কারও বেসিক বেতন ৫০ হাজার টাকা হলে ডিএ বেড়ে হবে ২৯,৫০০ টাকা যা আগে ছিল ২৭,৫০০ টাকা। অর্থাৎ সরাসরি ২০০০ টাকা বাড়তি যুক্ত হবে আপনার বেতনের সঙ্গে।