অয়ন ঘোষাল: গণধর্ষণকাণ্ডের (Kasba Law College Gang Rape) পর থেকে একদিন কলেজ বন্ধ ছিল। আর এর জন্য জন্য পুলিসের তদন্তকেই কারণ হিসেবে সামনে আনে সাউথ কলকাতা ল কলেজ কর্তৃপক্ষ (Kasba Law College Incident)। চিঠি দিয়ে উচ্চশিক্ষা দফতরকে সে কথা জানিয়েও দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বলা হয় তদন্তের স্বার্থে পুলিস কলেজ ক্যাম্পাসকে সিল করে রেখেছে। তবে ইউনিয়ন রুম বন্ধ রেখে সোমবার থেকে খুলছে কসবা ল কলেজ (South Calcutta Law College)।
পরিস্থিতি খুব একটা স্বাভাবিক না হলেও পঠন-পাঠন চালু করা হবে ((Kasba Law College Gang Rape Case)। গত বুধবার কলেজ বন্ধ ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। কারণ সেমিস্টার পরীক্ষা থেকে পঠন পাঠন কার্যত শিকেয় উঠেছিল। পরের দিন বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, কলেজ খোলা হবে কিনা সেই সিদ্ধান্ত নিক কর্তৃপক্ষ এবং পরিচালন সমিতি। এরপর পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে কন-কলে ভার্চুয়াল বৈঠক করেন কলেজের ভাইস প্রিন্সিপাল। বৈঠকে পরিচালন সমিতির একাধিক সদস্য ছিলেন। তাদের সঙ্গে আলোচনা করে শুক্রবার বিকেলেই বিজ্ঞপ্তি জারি করা হয় কলেজ খোলার। কিছু শর্তসাপেক্ষে কলেজ সোমবার থেকে খোলা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়। ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপ অনেকের বাকি রয়ে গেছে। সেই প্রক্রিয়াও সোমবার থেকে শুরু হতে পারে।
সাউথ কলকাতা ল কলেজের (South Calcutta Law College) সরকার মনোনীত প্রতিনিধিকে সোমবার সকাল ১০ টায় কলেজে আসতে বলা হয়েছে। কলেজের পরিচালন সমিতির সভাপতি অশোক দেবের সঙ্গেও শুক্রবার কথা হয়েছে ভাইস প্রিন্সিপালের। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কলেজে যাতে পর্যাপ্ত পুলিসি নিরাপত্তার ব্যবস্থা থাকে, সেই মর্মে কসবা থানায় আবেদন জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। পুলিসের সঙ্গে কলেজ খোলার পর শৃঙ্খলা বজায় রাখতে কী কী করণীয় তা নিয়ে আলোচনা চলছে। ছাত্র-ছাত্রীদের কোন গেট দিয়ে ঢোকা, কোন গেট দিয়ে বেরনো, ইউনিয়ন রুম, গার্ড রুম (সেদিন গার্ড রুমে ছাত্রীকে ঢোকানোর পরই…) ও ওয়াশরুমকে অন্য কাজে ব্যবহার করতে দেওয়া বা না দেওয়া- এইসব নিয়েই আলোচনা চলছে।
শর্তাবলী
১) সোমবার কলেজ চলবে সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
২) প্রথম সেমিস্টারের ফর্ম ফিলাপ করা যাবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
৩) চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের পড়ুয়ারা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তাদের প্রজেক্ট পেপার জমা দিতে পারবেন।
৪) এরমধ্যে মঙ্গলবার আসবেন চতুর্থ সেমিস্টারের পড়ুয়ারা। বুধবার আসবেন ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়া। বৃহস্পতিবার আসবেন অষ্টম সেমিস্টারের পড়ুয়া।
৫) সচিত্র পরিচয় পত্র ছাড়া কাউকে কলেজে ঢুকতে দেওয়া হবে না।
৬) কলেজে কেন এসেছেন তার কারণ গেটে নিরাপত্তারক্ষী কে জানাতে হবে। বিনা কারণে বা সন্তোষজনক কারণ ছাড়া কলেজে ঢোকা নিষিদ্ধ।
প্রসঙ্গত, গণধর্ষণকাণ্ডের (Kasba Law College Gang Rape) জেরে সাউথ ক্যালকাটা ল কলেজের আগের সিকিউরিটি এজেন্সিকে টার্মিনেট করা হয়েছে। আপাতত বরুণ মাহালিকে নিরাপত্তা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সঙ্গে নতুন একটি এজেন্সি থেকে ২ জন নিরাপত্তা রক্ষী নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন, Kasba Law College Incident: কসবা গণধ*র্ষ*ণকাণ্ডে পুলিসের কাছে মনোজিতের ‘বড়’ স্বীকারোক্তি…
আরও পড়ুন, Kasba Law College Incident: যৌ*নাঙ্গের ভিতরে মিলল… কসবা গণধ*র্ষ*ণে নির্যাতিতার দ্বিতীয় মেডিক্যাল টেস্ট রিপোর্টও ভয়ংকর!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)