জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক সময়ের বাংলাদেশের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান (Tahsan Khan) ও রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। ২০০৬ সালে বিয়ে করেছিলেন তাঁরা। এরপর দীর্ঘ ১১ বছর পর ২০১৭ সালে বিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা। তাহসান-মিথিলার দাম্পত্যকে আদর্শ হিসেবে মানতেন ভক্ত-অনুরাগীরা, তাই তাঁদের বিচ্ছেদের পর মন ভাঙে অনেকেরই। তাহসানের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মিথিলা জানালেন, ‘মানুষ যা দেখেছে, তা সব বাস্তব ছিল না’।
আরও পড়ুন- Ravi Dubey Net Worth: ইঞ্জিনিয়ারিং ছেড়ে ছোটপর্দায়! এবার ভারতের সবচেয়ে দামি ছবি রামায়ণে তিনিই লক্ষ্মণ, সম্পত্তির পরিমাণ…
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে এসে তাহসানের সঙ্গে বিচ্ছেদ, মেয়ে আয়রা তেহরীম খানের অভিভাবকত্ব এবং মাতৃত্ব নিয়ে কথা বলেন তিনি। মিথিলা বলেন, ‘বিচ্ছেদ তো সহজ না। খুবই কঠিন। আমি তখন অনেক ছোট, সদ্য মা হয়েছি। এমন একটা সময়ে জীবনের বড় সিদ্ধান্ত নিতে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আমি খুব ছোট ছিলাম। সদ্য মায়ের ভূমিকা নিয়েছি। আমার বিচার-বিবেচনা করার মতো অবস্থা ছিল না। সেই সময়ে আমি খুব কনফিউজড ছিলাম।’
মিথিলা আরও বলেন, ‘২০১৫ সালে আমরা সেপারেশনে গেছি, তারপর আরও দুই বছর গেছে। আমি অপেক্ষা করেছি, ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ২০১৭ সালে এসে সিদ্ধান্ত নিতে পারলাম যে মনে হয় সম্পর্কটা আসলেই কাজ করবে না। আমি ছিলাম তখন অনেক অল্পবয়সী এবং মা হিসেবেও তরুণী। আমি যে কোনো একটা ভালো–মন্দ বিচার করব বা কোনো একটা সিদ্ধান্তে আসব, সেটার শক্তিই আমার ছিল না। কারণ, আমার একটা এক বছরের বাচ্চা। আমার মানসিক অবস্থা ভালো ছিল না, যেখানে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারব নিজের জীবনের।’
আরও পড়ুন- Khushi Mukherjee: অন্তর্বাসহীন বেআব্রু স্টাইলে রাস্তায়! গণছিছিক্কারের জবাবে খুশির ফোঁস, আমি গর্বিত ব্রাহ্মণ…
তাহসান ও মিথিলার বিচ্ছেদ আলোচনার কেন্দ্রবিন্দু উঠে এসেছিল। তবে মিথিলার দাবি, ‘মানুষ যা দেখেছে, তা বাস্তব ছিল না। তারা আমাদের কল্পনার একটা দম্পতি হিসেবে দেখেছে। বাস্তব জীবন ছিল একেবারেই আলাদা। সব সম্পর্ক শেষ হওয়ার পেছনে একটা না, অনেকগুলো কারণ থাকে। আমি কারো প্রতি ক্ষোভ পুষে রাখি না। আমি পেছনে তাকিয়ে থাকি না। আয়রার বাবার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। সে তার বাবাকে প্রচন্ড ভালোবাসে। আমরাও তার জন্য একসঙ্গে উপস্থিত থাকার চেষ্টা করি।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)