<p><strong>কলকাতা: </strong>২ বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু সেন। গতকালই ২ বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এদিন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলার আর্জি জানান শান্তনু। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। সোমবার এই মামলার শুনানি। </p>
<p>শান্তনু সেনের বিরুদ্ধে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে না জানিয়ে ডিগ্রি ব্যবহারের অভিযোগ। বিদেশি ডিগ্রি বিতর্কে এবার শান্তনু সেনের ডাক্তারির রেজিস্ট্রেশন ২ বছরের জন্য সাসপেন্ড করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। একাধিক অভিযোগ তুলে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন শান্তনু সেন। তিনি অভিযোগ করেন, "আমাকে সিদ্ধান্ত জানানো হয়নি, সংবাদমাধ্যমে জেনেছি রেজিস্ট্রেশন বাতিল। বৈঠকে ডাকা হয়, আমার জবাব বিবেচনাতেই আনা হয়নি। ২০১৯-এ গ্লাসগো থেকে পাওয়া সাম্মানিক স্বীকৃতি বিবেচনায় আনা হয়নি।’ </p>
<p>শান্তনু সেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। আর যে রাজ্য় মেডিক্য়াল কাউন্সিল তাঁর রেজিস্ট্রেশন ২ বছরের জন্য় সাসপেন্ড করেছে, তার মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। তিনি বলেন, "শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি একটি বিদেশি ডিগ্রি ব্যবহার করছেন তার প্রেসক্রিপশনে যেটা আদৌ ডিগ্রি না এবং যার কোন নথিভুক্তি করণ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্টারে নেই। এর ফলে রোগী এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের Infamous Conduct হারায় অন্তর্গত।”<br /><br />বৃহস্পতিবার আইনজীবীকে সঙ্গে নিয়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে আসেন শান্তনু সেন। এদিন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের শুনানির শেষ দিন ছিল। শান্তনু সেন পৌঁছনোর পরেই সেখানে উপস্থিত হন কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়, সহ সভাপতি সুশান্ত রায় রাজ্য মেডিক্যাল কাউন্সিলের এক্সিকিউটিভ বোর্ডের রাজ্য সরকারের মনোনীত সদস্য নির্মল মাজি। সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে আসেন শান্তনু সেন। বেরিয়েই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।পাল্টা শান্তনু সেনকে সরাসরি তোলাবাজ করে আক্রমণ করেন তৃণমূল বিধায়ক এবং রাজ্য় মেডিক্য়াল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়।<br /><br />এদিন রাজ্য মেডিক্যাল কাউন্সিলে উপস্থিত ছিলেন না কৌশিক বিশ্বাস। তাঁর পেনাল কমিটিতেই শান্তনু সেনের অভিযোগের শুনানি চলছিল। আরজি কর কাণ্ডের পর থেকেই শান্তনু সেনের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়। দলের মুখপাত্রের পদ থেকেও সরানো হয় তাঁকে। চলতি বছরের শুরুতে দলবিরোধী কাজের অভিযোগে শান্তনু সেনকে সাসপেন্ড করে তৃণমূল। এবার তাঁর রেজিস্ট্রেশন দু’বছরের জন্য় সাসপেন্ড করল রাজ্য় মেডিক্য়াল কাউন্সিল। শান্তনু সেনের তোলা প্রতিহিংসার অভিযোগ মানতে নারাজ কাউন্সিলের সহ সভাপতি থেকে রাজ্য় সরকারের মনোনীত সদস্য়ও। রাজ্য মেডিক্যাল কাউন্সিল সরকারের মনোনীত সদস্য নির্মল মাজি বলেন, "শান্তনু সেন নানান অনৈতিক কাজে যুক্ত ছিল এবং সেই কারণে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল।”<br /><br /><br /></p>
Source link
২ বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত, হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন
