NOW READING:
এজবাস্টনে এখনও ১০০ শতাংশ জয়ের সম্ভাবনা রয়েছে, দাবি ইংল্যান্ডের বোলিং কোচের, পাল্টা দিলেন জাডেজা
July 4, 2025

এজবাস্টনে এখনও ১০০ শতাংশ জয়ের সম্ভাবনা রয়েছে, দাবি ইংল্যান্ডের বোলিং কোচের, পাল্টা দিলেন জাডেজা

এজবাস্টনে এখনও ১০০ শতাংশ জয়ের সম্ভাবনা রয়েছে, দাবি ইংল্যান্ডের বোলিং কোচের, পাল্টা দিলেন জাডেজা
Listen to this article


বার্মিংহাম: প্রথম টেস্টে পাঁচ ভারতীয় ব্যাটার শতরান হাঁকিয়েছিলেন। চতুর্থ ইনিংসে লক্ষ্য ছিল ৩৭১। তাও বেশ হেসেখেলেই ম্যাচ জিতে নিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের (India vs England 2nd Test) প্রথম ইনিংসে ভারত ৫৮৭ রান তুললেও, ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ জিতেন পটেলের (Jeetan Patel) মতে তাঁর দলের এই ম্যাচ জয়ের এখনও ১০০ শতাংশ সম্ভাবনা রয়েছে। এই মন্তব্যেরই আবার পাল্টা দিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।

৫৮৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর তিন উইকেটের বিনিময়ে ৭৭ রান। এমন পরিস্থিতিতেও দ্বিতীয় দিনের খেলা শেষে জিতেন সাংবাদিক সম্মেলনে দাবি করেন, ‘এখনও আমাদের ১০০ শতাংশ জয়ের সম্ভাবনা রয়েছে। আমি বহুবার এটা আপনাদের বলেছি এবং আপনারা গোটাটা হেসেই উড়িয়ে দিয়েছেন। আমরা এখন ফিরে গিয়ে অল্প সময়ের জন্য দিনটা কেমন কেটেছে সেই নিয়ে আলোচনা করব এবং কালকে কী করব, সেটা নিয়েও পরিকল্পনা বানাব।’

দিনের শেষে ইংল্যান্ডের হয়ে ক্রিজে বর্তমানের দুই সেরা টেস্ট ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) জো রুট ও হ্যারি ব্রুক উপস্থিত রয়েছেন। জিতেনের মতে দুই মহান ব্যাটার এই ম্যাচটা কিন্তু ইংল্যান্ডের দিকে ঘুরিয়ে দিতেই পারেন। ‘আমাদের জয় পেতে আরেকটা পথ খুঁজে পেতে হবে। আমাদের দল, দলের খেলোয়াড়দের তো এটাই বিশেষত্ব। এটা ওদের খেলার ধরন এবং আত্মবিশ্বাসেরও পরিচয়বাহক। আমাদের হয়ে আপাতত বিশ্বের দুই সর্বসেরা ব্যাটার ক্রিজে উপস্থিত রয়েছে। আশা করছি ওরা কাল মাঠে নেমে দারুণ পারফর্ম করে দিনটা ইংল্যান্ডের করতে পারবে।’ যোগ করেন জিতেন।

 

এই মন্তব্যের পাল্টা দিয়েছেন রবীন্দ্র জাডেজা। ইতিমধ্যেই তিনি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৮৯ রানের ইনিংস খেলেছেন। এই পিচে বল হাতেও তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই জাডেজাই বলছেন, ‘সাংবাদিক সম্মেলনে তো বসে যা ইচ্ছা তাই বলা যায়। সেসব দেখা আমার কাজ নয়। মাঠে নেমে পারফর্ম করতে হবে, ২০টি উইকেট নিতে হবে। দিনের শেষে এটাই সবথেকে জরুরি।’





Source link