<p>কসবাকাণ্ডে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি নির্যাতিতার বাবার। কলকাতা পুলিশের উপর ভরসা রাখছেন তিনি।</p>
<p>বিজেপি রাজ্য সভাপতি পদে শমীকের অভিষেকের দিন ডুগডুগি হাতে দিলীপ ঘোষ। দুর্গাপুরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে ডুগডুগি বাজালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।</p>
<p>বৈদ্যবাটিতে ভাড়া বাড়ি থেকে স্বামী-স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার। মৃতদের নাম মণীশ ভাদুড়ি ও অপর্ণা মাঝি। বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ৬ বছর ধরে ভাড়া থাকতেন মণীশ-অপর্ণা। নিজেদের মধ্যে অশান্তির জেরে একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, দাবি স্থানীয়দের। বাইরের কেউ জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।</p>
<p>চাপড়া কলেজের অধ্যক্ষকে ‘মারধর’! অধ্যক্ষ শুভাশিস পাণ্ডাকে মারধরের অভিযোগ স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। মত্ত অবস্থায় অধ্যক্ষকে মারধর, অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ । অভিযুক্ত অজয় ঘোষ স্থানীয় রাজীবনগর গ্রামের বাসিন্দা ।</p>
<p>বঙ্গ বিজেপির দায়িত্ব পেয়েই ২৬-এর আগে বিরোধীদের বার্তা শমীক ভট্টাচার্যের। ‘যাঁর যা পতাকা আছে, কিছু দিনের জন্য আলমারিতে তুলে রাখুন’, সবাই পথে নামুন, তৃণমূলকে বিসর্জন দিন, বিরোধীদের বার্তা শমীক ভট্টাচার্যের।</p>
<p>শান্তনু সেনকে সাসপেন্ড করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। ২ বছরের জন্য বাতিল চিকিৎসক শান্তনু সেনের রেজিস্ট্রেশন। ২ বছর ডাক্তারি করতে পারবেন না শান্তনু সেন । বিদেশি ডিগ্রি বিতর্কে সাসপেন্ড চিকিৎসক ও প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। ‘ফেলোশিপকে বিদেশি ডিগ্রি হিসাবে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন’। শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। সিদ্ধান্তের কথা জানিয়ে ন্যাশনাল মেডিক্যাল কমিশনকে চিঠি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। </p>
<p>বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সায়েন্স সিটিতে আনুষ্ঠানিকভাবে শমীক ভট্টাচার্যর নাম ঘোষণা। বিজেপি রাজ্য সভাপতি নির্বাচনে আনুষ্ঠানিক ঘোষণা মুখ্য নির্বাচনী আধিকারিক রবিশঙ্কর প্রসাদের। </p>
Source link
তৃণমূলের বিক্ষোভের মুখে তৃণমূল সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী
