<p><strong>প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা:</strong> কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলার চার্জশিটে, তৃণমূল বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের পাশাপাশি নাম রয়েছে, তৎকালীন OC, SI এবং এক হোমগার্ডের। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, বিষয়টি ধামা-চাপা দেওয়া, তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।</p>
<p>[yt]https://youtu.be/NjM7ADweyIk?feature=shared[/yt]</p>
<p>আরও পড়ুন, <a title="’ভাত খাচ্ছিলাম, উঁকি দিয়ে দেখি..’, কসবাকাণ্ডের পর বিস্ফোরক সাক্ষাৎকার নিরাপত্তা রক্ষী সঞ্জীব শীলের" href="https://bengali.abplive.com/district/kolkata-news-kasba-law-college-security-guard-gives-horrible-reaction-about-monojit-mishra-on-kasba-incident-1142973" target="_self">’ভাত খাচ্ছিলাম, উঁকি দিয়ে দেখি..’, কসবাকাণ্ডের পর বিস্ফোরক সাক্ষাৎকার নিরাপত্তা রক্ষী সঞ্জীব শীলের</a></p>
<p> বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, এবং তৃণমূলের ২ কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষই শুধু নন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে ২ পুলিশ অফিসার ও ১ পুলিশ কর্মীর! চার্জশিটে নাম রয়েছে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন,তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশীদার বিষয়টি ধামা-চাপা দেওয়া, ও তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। <br /> <br />মৃত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিত্‍ সরকার বলেন, নারকেলডাঙা থানার পুলিশ এবং এই MLA, কাউন্সিলররা মিলিতভাবে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতারা মিলে, এতবড় সন্ত্রাস এখানে করেছিল।যেমন বলে গেছিল, ২ তারিখে যমদুয়ার পার হয়ে যাবে, সত্য়িই আমার ভাইকে যমদুয়ার পার করিয়েই দিল। তারা যে বলেছিল, আমাদের এখানে থাকতে দেবে না, মেরে ফেলবে, সেটা ২ তারিখে করল। ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হন কাঁকুড়গাছির বাসিন্দা, বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকারের।<br /> <br /><a title="কলকাতা হাইকোর্ট" href="https://bengali.abplive.com/topic/calcutta-high-court" data-type="interlinkingkeywords">কলকাতা হাইকোর্ট</a>ের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। খুনের মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে CBI. সেই চার্জশিটেই নাম রয়েছে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন SI রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের। চার্জশিটে অভিযোগ করা হয়েছে, নারকেলডাঙা থানার তৎকালীন SI রত্না সরকার, নিহত অভিজিৎ সরকারের মাকে সাদা কাগজে সই করিয়েছিলেন। </p>
<p>নারকেলডাঙা থানার তৎকালীন ওসি, শুভজিৎ সেনের নির্দেশে, কর্মরত হোমগার্ড দীপঙ্কর দেবনাথ, ঘটনাস্থল থেকে রক্তমাখা ইট ধুয়ে ফেলেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,কাউকে ছাড়া হবে না। আগেও বলেছি। তখন সবাই মিলে করেছে। এখন সবাইকে টানবে। মিশন বাংলা শুরু। বিজেপি কর্মীদের যারা খুন করেছে ১ জনকেও ছাড়ব না। তৃণমূল কংগ্রেস মুখপাত্র সমীর চক্রবর্তী বলেন, ভোট আসছে, তাই সবার নাম এখন চার্জশিটে তুলছে। </p>
<p>এদিকে, এরইমধ্য়ে মারাত্মক অভিযোগ করছেন নিহত অভিজিৎ সরকারের দাদা। মৃত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিত্‍ সরকার বলেন, চার্জশিটের ২ দিন আগে এসেছিল। আমি থানায় ফোন করে বলেওছিলাম। পরেশ পালের লোকজনরা এসে বলে গেছে, এবার আর তোর খুন হবে না, এনার দুর্ঘটনা হবে। কীকরে মরব, সেটা ওরা ঠিক করে রেখে দিয়েছে। আদালতের নির্দেশ, যে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট, প্রত্য়েককে শুক্রবার ব্য়াঙ্কশাল কোর্টে, CBI-এর বিশেষ আদালতে হাজির হতে হবে। যদিও, দুই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের দাবি, তাঁরা এখনও পর্যন্ত কোনও সমন পাননি। প্রতিক্রিয়ার জন্য় তৃণমূল বিধায়ক পরেশ পালকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেনি। </p>
Source link
অভিজিৎ খুনের মামলার চার্জশিটে নাম রয়েছে পুলিশেরও ! ‘এবার আর তোর খুন হবে না, দুর্ঘটনা হবে..’
