জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেয়ার হোল্ডাদের আস্থা বাড়াতে পদক্ষেপ। Zee Entertainment Enterprises Ltd বা ZEEL-এ এবার বিনিয়োগ করতে পারবেন প্রোমোটাররাও। ২ হাজার ২৩৭ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে জি বোর্ড(Zee Board),জানালেন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস(Chairman Emeritus) ড. সুভাষ চন্দ্র। জি বিজনেসের ম্যানেজিং এডিটর অনিল সাংভিকে দেওয়ার এক্সক্লুসিভ সাক্ষাতকারে তিনি বলেন, সংস্থায় প্রোমাটোর অংশীদারিত্বে ১৮ শতাংশে নিয়ে যাওয়া হবে। ৩১ মার্চ হিসেবে ZEEL প্রোমোটারদের অংশীদারিত্ব ৩.৯৯ শতাংশ।
আরও পড়ুন: Meghalaya Honeymoon Murder case: FACT CHECK: খুনের আগে সোনমের তন্ত্র-মন্ত্র, কামাখ্যায় নরবলি? পুলিসের নজরে এবার সৃষ্টি রঘুবংশী…
সংস্থার ভবিষ্যত পরিকল্পনাই নয়, এই সাক্ষাতকারে সেই কঠিন সময়ের বলেছেন ড. চন্দ্র। যখন দেনা মেটাতে প্রোমোটারদের অংশীদারিত্ব (promoter stake) বিক্রি করে দিতে হয়েছিল। বলেন, এই বিনিয়োগ কোম্পানি ও শেয়ার হোল্ডারদের তাঁর দায়বদ্ধতার প্রমাণ। অকপট স্বীকারোক্তি, ২০১৯ সালে ২৫ জানুয়ারি মাসে প্রথম আর্থিক বাজারে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হন তিনি। সেই সময় ৪০ হাজার কোটি টাকা দেনা মেটাতে জি প্রোমোটারদের ৪৪ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে দেন। ফলে জি-তে প্রোমোটারদের অংশীদারিত্ব কমে দাঁড়ায় মাত্র ৪ শতাংশে।
সংস্থার অন্যন্য সমস্যা, বিশেষ করে পরিকাঠামো ব্যবসা ভুল যে ZEE Entertainment-এ নেতিবাচক প্রভাব ফেলেছিল, তাও স্বীকার করেছেন ড. চন্দ্র। তিনি বলেন, ‘পরিকাঠামো ব্যবসা ছিল বড় ভুল। ব্য়বসাটি ভুল লোককে হস্তান্তর করা হয়েছিল’। তবে দেনা মিটিয়ে আদায় করা টাকা এখন ফের সংস্থায় ফেরত দিচ্ছেন ডঃ চন্দ্র।
চুক্তিটা ঠিক কী?
—
কোম্পানিতে ২২৩৭.৪৪ কোটি টাকা বিনিয়োগ করবেন প্রোমোটাররা। ফলে প্রোমোটারদের অংশীদারিত্ব (promoter stake) বেড়ে হবে ১৯.৩৯ শতাংশ।
বাজারদরের থেকে বেশি দামে কেন শেয়ার কিনবেন?
—
ড. চন্দ্র জানান, এই চুক্তির সবচেয়ে ইতিবাচক দিক হল, প্রোমোটাররা প্রতি ওয়ারেন্টের জন্য ১৩২ টাকা মূল্যে শেয়ার কিনছেন, যা নিয়ন্ত্রক মূল্যের (১২৮.৫৮ টাকা) চেয়ে বেশি। তাঁর মতে, কোম্পানির ভবিষ্যত সম্পর্কে তাঁরা কতটা আশাবাদী, এটা তারই প্রমাণ।
শেয়ার হোল্ডাররা কীভাবে ‘দ্বিগুণ’ সুবিধা পাবেন?
—
ড. চন্দ্র জানিয়েছেন, প্রোমোটারদের অংশীদারিত্ব বৃদ্ধি হলে নানাভাবে লাভবান হবেন শেয়ার হোল্ডাররা।
আস্থা পুনরুদ্ধার
—
ড. চন্দ্র বলেন, ‘প্রোমোটারের মাত্র ৪ শতাংশ শেয়ার থাকায় শেয়ারহোল্ডাররা অস্বস্তিতে পড়েছিলেন। শেয়ার হোল্ডাদের একাংশের মতে, প্রোমোটার ছাড়া জি-র মতো বড় ও জটিল ব্যবসা আর কেউ পরিচালনা করতে পারে না। ফলে প্রোমোটারদের অংশীদারিত্ব বৃদ্ধি বিনিয়োগকারীদের আস্থাও বাড়াবে। ২২৩৭.৪৪ কোটি টাকা বিনিয়োগ কোম্পানি কাছে বুস্টার ডোজের কাজ করবে’।
ডঃ চন্দ্র বলেন, এই অর্থ মূলত কটেন্ট এবং প্রযুক্তির উন্নতি ও কৌশলগত বৃদ্ধি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য ব্যবহার করা হবে। যা রিলায়েন্স এবং ডিজনির মতো বড় প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করার জন্য কোম্পানিকে আরও ভালো অবস্থানে রাখবে।
ভবিষ্যত্ পরিকল্পনা
—
ড, চন্দ্র বলেন, ‘এখনও কিছু দেনা রয়েছে। যা নির্ধারিত সময়ে পরিশোধ করা হচ্ছে। রাজ্য সরকারগুলির কাছ থেকে পরিকাঠামোর জন্য অর্থও বকেয়া রয়েছে, যা ৪-৫ বছর ধরে আটকে ছিল। তিনি জানান, জি-তে শেয়ার বাড়ানোর জন্যও পরিকল্পনা ছিল। বোর্ড মনে করে, প্রোমোটারদের অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে কোম্পানির বৃদ্ধি পরিকল্পনার জন্য খুবই লাভদায়ক হবে’। ভবিষ্যতে বিনিয়োগকারীদের কাছে জি ভালো জায়গায় থাকবে’।
ড, চন্দ্র বলেন, কোম্পানি মালিকরাই কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করে তাঁদের অংশীদারিত্ব বাড়াচ্ছেন। এতে প্রমাণ হয় যে, ভবিষ্যতে কোম্পানি আসাধারণ বৃদ্ধি আশা করছেন। কোম্পানি যে শুধু আর্থিকভাবে শক্তিশালী হবে, তাই নয়। বিনিয়োগকারীদের আস্থাও বাড়বে। যা সরাসরি স্টক মার্কেটে প্রভাব ফেলবে।
আরও পড়ুন: Gym Heart Attack Death: ট্রাইসেপস এক্সটেনশন করতে বেল্টে টান, ২ মিনিটেই লুটিয়ে পড়লেন ৩৫-র যুবক! আর উঠলেন না…
ZEEL-র শেয়ারের দাম বাড়ল
বৃহস্পতিবার, ZEEL-এর শেয়ারের দাম ছিল ১৪৪ টাকা, যার দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ১ মাসে শেয়ারটির দাম ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৬ মাসে শেয়ারটির দাম ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে, এই বছর শেয়ারটি এখন পর্যন্ত ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)