জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জিমে ট্রাইসেপসের শক্তি বাড়াতে কসরত করছিলেন বছর ৩৫-এর যুবক পঙ্কজ। আচমকা জিম করতে করতেই লুটিয়ে পড়লেন মেঝেতে। হার্ট অ্যাটাক (Heart Attack)। জিম করতে করতেই মারা গেলেন যুবক (Gym Death)। সেই ঘটনা ধরা পড়েছে জিমের সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে ফরিদাবাদের একটি জিমে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পঙ্কজ নামে ওই যুবক ‘ট্রাইসেপস এক্সটেনশন’ অনুশীলন করছিলেন জিমে। ব্যায়াম করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। পড়ে যান মেঝেতে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পঙ্কজ সকাল ১০টা নাগাদ ফরিদাবাদের সেক্টর-৮-এর স্রৌতা জিম অ্যান্ড ওয়েলনেস ক্লাবে পৌঁছান। ওয়ার্কআউট শুরু করার আগে তিনি এক কাপ ব্ল্যাক কফি খান।
তারপর সকাল ১০টা ২০ মিনিটের ফুটেজে পঙ্কজকে একটি বেল্ট টেনে কাঁধের ব্যায়াম করতে দেখা যাচ্ছে। এর কয়েক মিনিট পরই তিনি ট্রাইসেপস এক্সটেনশন করতে শুরু করেন। যার মাত্র ২ মিনিটের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে যাওয়ার শব্দ শুনে জিমেরই এক সহকর্মী তাঁকে দেখতে ছুটে আসেন। তারপরই তিনি দৌড়ে বেরিয়ে এসে সবাইকে ডাকেন।
আরও পড়ুুন, Mumbai Teacher Arrested: ‘এসব কমন বিষয়’, ১৭-র ছাত্রকে পাঁচতারা হোটেলে নিয়ে গিয়ে জোরে করে যৌ*নতা ৪০-র শিক্ষিকার! দিলেন ওষুধও…
ধীরে ধীরে আরও লোকজন জড়ো হয়ে পঙ্কজের মুখে জল ছিটিয়ে তাঁকে সুস্থ করার চেষ্টা করতে থাকেন। পাশাপাশি নিকবর্তী হাসপাতাল থেকে ডাক্তার ডেকে নিয়ে আসা হয়। চিকিৎসক এসে পঙ্কজকে মৃত বলে ঘোষণা করেন। পঙ্কজের জিম প্রশিক্ষক পুনীত জানান, তাঁর ওজন ছিল ১৭৫ কেজি। প্রাথমিকভাবে অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে পঙ্কজের। পেশায় একজন ব্যবসায়ী পঙ্কজ ৫ মাস ধরেই জিমে যাচ্ছিলেন।
আরও পড়ুন, Bengaluru Infosys Techie Arrested: প্যান্ট খুলে কমোডের উপর উঠে মোবাইলে লাগোয়া ওয়াশরুমে মহিলা সহকর্মীর অশ্লী*ল ভিডিয়ো! ইনফোসিসে গা ঘিনঘিনে কাণ্ড…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)