NOW READING:
Supreme Court On Rash Driving: বেপরোয়া ড্রাইভিং করলে ক্ষয়ক্ষতির কোনও দায় নেবে না বিমা কোম্পানি : সুপ্রিম কোর্ট
July 3, 2025

Supreme Court On Rash Driving: বেপরোয়া ড্রাইভিং করলে ক্ষয়ক্ষতির কোনও দায় নেবে না বিমা কোম্পানি : সুপ্রিম কোর্ট

Supreme Court On Rash Driving: বেপরোয়া ড্রাইভিং করলে ক্ষয়ক্ষতির কোনও দায় নেবে না বিমা কোম্পানি : সুপ্রিম কোর্ট
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে স্টিয়াকিং থাকলেই বেপরোয়া হয়ে ওঠেন অনেকেই। গাড়ি চালান অত্যন্ত দ্রুত গতিতে। দুর্ঘটনায় মৃত্যু হলে কিন্তু আর বিমার টাকা দাবি করতে পারবেন না পরিবারের লোকেরা। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ‘বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনায় যদি কারও মৃত্যু হয়, সেক্ষেত্রে মৃত ব্যক্তি পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য নয় বিমা কোম্পানি। বেপরোয়া গাড়ি চালানোর দায় কখনই ইনসিউরেন্স কোম্পানির হতে পারে না’।

আরও পড়ুন:  Mumbai Teacher Arrested: ‘এসব কমন বিষয়’, ১৭-র ছাত্রকে পাঁচতারা হোটেলে নিয়ে গিয়ে জোরে করে যৌ*নতা ৪০-র শিক্ষিকার! দিলেন ওষুধও…

২০১৪ সালে ১৮ জুন। নিজেই গাড়ি চালিয়ে মল্লাসন্দ্রা থেকে আরসিকেরে যাচ্ছিলেন এন এস রাবিশা নামে এক ব্যক্তি। গাড়িতে ছিলেন তাঁর বাবা, বোন। সঙ্গে তাঁদের দুই সন্তানও। দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। মৃত্যু হয় রাবিশের। কিন্তু পরিবারের ক্ষতিপূরণে দাবি খারিজ করে দেয় কর্নাটক হাইকোর্ট। 

আদালতের পর্যবেক্ষণ ছিল, ‘দুর্ঘটনার জন্য দায়ি ওই ব্যক্তিই। তিনি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। যা কখনও প্রত্যাশিত নয়। এই দুর্ঘটনার জন্য অন্য কেউ দায়ি নয়। তাই ওই ব্যক্তির মৃত্যুর পর উত্তরাধিকাররা কোনও ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না। যদি ক্ষতিপূরণ দেওয়া হয় তাহলে তার অর্থ হবে বেপরোয়াভাবে গাড়ি চালানোকে প্রশ্রয় দেওয়া’। এবার সেই মামলাটি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টেও।

সুপ্রিম কোর্টে বিমা বাবদ ৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিলেন মৃতের স্ত্রী ও ছেলে। কিন্তু বিচারপতি পিএস নরসিমা আ আর মাধবনের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ,  ‘আমরা হাইকোর্টে রায়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নই। স্পেশাল লিভ লিভ পিটিশন খারিজ করা হল’।

আরও পড়ুন:  Rath Yatra 2025: একমাত্র মুসলিম ভক্ত, যাঁর সমাধির সামনে আজও থামে জগন্নাথের রথ! পুরীর মন্দির থেকে গুন্ডিচাবাড়ির পথেই ঘটে এই আশ্চর্য…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link