<p><strong>কলকাতা:</strong> আগে অভিযোগ জানানো হলেও কেন পদক্ষেপ করেনি পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ? অনধিকার প্রবেশে কী ব্যবস্থা কলেজে? কসবাকাণ্ডে প্রশ্ন মামলাকারীর। হলফনামা তলব হাইকোর্টের। কলেজের প্রাক্তনী কীভাবে প্রবেশাধিকার পান কলেজে? নজরদারি ব্যবস্থায় কেন খামতি? কেস ডায়রি তলব। হলফনামা দিতে হবে রাজ্য সরকার ও কলেজ কর্তৃপক্ষকে।রাজ্য বিজেপিতে শমীক অধ্যায়ের সূচনা। সায়েন্স সিটিতে রবিশঙ্কর প্রসাদ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তুলে দেওয়া হল ব্যাটন।বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে পরেশ পাল, ২ কাউন্সিলর ছাড়াও ৩ পুলিশকর্মীর নাম। কাল সবাইকে হাজিরার নির্দেশ।নিজের বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় মন্ত্রী সিদ্দিকুল্লাকে কালো পতাকা তৃণমূলকর্মীদের। গাড়ি ভাঙচুর। ঝাঁটা-জুতো দেখিয়ে গো ব্যাক স্লোগান। </p>
Source link
কসবাকাণ্ডে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি, পুলিশে ভরসা নির্যাতিতার বাবার
