জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার বিহারে সোনম কাণ্ডের ছায়া (Meghalaya Honeymoon Murder)! মেঘালয়ের রাজা রঘুবংশীর হাড়হিম হত্যাকাণ্ডের (Raja Raghuvanshi) কথা এখনও কেউ ভুলতে পারেনি। চলছে তদন্ত। প্রেমিক রাজ কুশওয়ার সঙ্গে মিলে কয়েকজন ভাড়া করা গুণ্ডা দিয়ে মেঘালয়ে স্বপ্নের হানিমুনে স্বামীহন্তাকারী সোনমের (Sonam Raghuvanshi) কীর্তিতে কেঁপে উঠেছিল গোটা দেশ।
কাকা-ভাইঝির গোপন প্রেম:
আর এবার বিয়ের কয়েকদিন পর স্বামীকে হত্যা করে কাকাকে বিয়ে করতে চেয়েছিলেন বিহারের গুঞ্জা। পুলিশের মতে, নববিবাহিতা গুঞ্জা দেবী তার নিজের কাকা জীবন সিং (৫৫) এর সঙ্গে ষড়যন্ত্র করে এই হত্যা করেছেন বলে অভিযোগ। কাকা-ভাইঝির প্রেমের সম্পর্কের প্রমাণ পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। বিহারের ঔরঙ্গাবাদ জেলায় বিয়ের মাত্র ৪৫ দিন পরেই ২৫ বছর বয়সী প্রিয়াংশুকে তাঁর স্ত্রী হত্যা করেছে বলে অভিযোগ।
আরও পড়ুন: Dilip Ghosh: শমীক রাজ্য সভাপতি হতেই মুখ খুললেন দিলীপ ঘোষ! বলে দিলেন বড় কথা…
পুলিশ জানিয়েছে যে ভাইঝি এবং কাকার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা একে অপরকে বিয়ে করতেও চেয়েছিলেন কিন্তু তাদের পরিবার এতে রাজি ছিল না। নবম-দশম শ্রেণিতে পড়তেই কাকার সঙ্গে গুঞ্জার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের কেউই বিষয়টি ঘুণাক্ষরে আঁচ করতে পারেননি। কিন্তু সময় যত গড়িয়েছে, তাঁদের দু’জনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।
স্বামীহন্তা:
সোনমের মতই ভাড়া করা গুণ্ডা দিয়ে করে তার স্বামী প্রিয়াংশুকে হত্যা করে। অভিযুক্ত গুঞ্জাদেবী এবং দুই গুণ্ডাকে গ্রেফতার করা হয়েছে, তবে কাকা জীবন সিংয়ের সন্ধানের চেষ্টা চলছে।
সম্পর্কের টানাপোড়েন:
সম্প্রতি তাঁদের এই সম্পর্কের কথা জানাজানি হয়ে যেতেই গুঞ্জা তাঁর অভিভাবকদের জানিয়েছিলেন, বিয়ে যদি করতেই হয়, তা হলে কাকাকেই করবেন। কিন্তু পরিবার তাঁর এই দাবি, এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে। দেবীর পরিবার দুই মাস আগে জোর করে তাকে নবীনগর থানার অন্তর্গত বারওয়ান গ্রামের বাসিন্দা প্রিয়াংশুর সঙ্গে বিয়ে দেয়। তার পরই সম্বন্ধ করে গুঞ্জার অন্যত্র বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হয়। সেটা ভাল ভাবে মেনে নিতে পারেননি গুঞ্জা এবং তাঁর কাকা তথা প্রেমিক জীবন। যদিও বাড়ির ‘চাপে’ তরুণীর বিয়েও হয় মাস দেড়েক আগে।
আরও পড়ুন: Delhi murder case: দিল্লির দানব! কাজে ফাঁকি দেওয়ায় বকুনি, যুবতী গৃহকর্ত্রী ও তাঁর কিশোর ছেলের গলাই কে*টে দিল পরিচারক…
হত্যার বিবরণ:
গত ২৫ জুন বোনের বাড়ি থেকে ট্রেনে করে ফিরছিলেন প্রিয়াংশু। নবীনগর স্টেশনে নেমে গুঞ্জাকে ফোন করেন। প্রিয়াংশু জানান, তিনি স্টেশনে অপেক্ষা করছেন। বাড়ির কাউকে বাইক নিয়ে স্টেশনে পাঠানোও কথা বলেন স্ত্রীকে। বাড়ির পথে যাওয়ার সময় দু’জন অজ্ঞাতপরিচয় বাইকে করে এসে প্রিয়াংশুকে গুলি করে পালিয়ে যান।
হত্যাকারী স্ত্রীর সন্দেহজনক কাজ:
পুলিস তদন্ত এবং অভিযুক্তের সন্ধান শুরু করার সাথে সাথে, দেবী গ্রাম থেকে পালানোর চেষ্টা করে, যা প্রিয়াংশুর পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ জাগিয়ে তোলে। পুলিস জানিয়েছে যে তারা দেবীর কল রেকর্ড খতিয়ে এবং দেখেছে যে সে তার কাকার সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছিল। কাকার কল রেকর্ডের বিবরণ থেকে জানা গেছে যে, সে ভাড়া করা গুণ্ডার সাথে ক্রমাগত যোগাযোগ রাখছিল।
সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)