NOW READING:
F-35B Fighter Jet In Kerala: কেন ১৫ জুন থেকে কেরালায় ব্রিটিশ স্টেলথ ফাইটার? ৯৩৮৩১৬৫০০০ টাকার বিধ্বংসী জেট এবার…
July 3, 2025

F-35B Fighter Jet In Kerala: কেন ১৫ জুন থেকে কেরালায় ব্রিটিশ স্টেলথ ফাইটার? ৯৩৮৩১৬৫০০০ টাকার বিধ্বংসী জেট এবার…

F-35B Fighter Jet In Kerala: কেন ১৫ জুন থেকে কেরালায় ব্রিটিশ স্টেলথ ফাইটার? ৯৩৮৩১৬৫০০০ টাকার বিধ্বংসী জেট এবার…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটিশ রয়্যাল নেভির (British Royal Navy ) অত্যাধুনিক প্রতিরক্ষা সম্পদ- ‘এফ ৩৫বি লাইটনিং টু’ স্টেলথ ফাইটার জেট (F-35 Lightning II)। আমেরিকার প্রতিরক্ষা এবং এয়ারোস্পেস প্রস্তুতকারক সংস্থা লকহিড মার্টিন (Lockheed Martin) যা তৈরি করেছে। গত ১৫ জুন ব্রিটিশ যুদ্ধবিমান জরুরি অবতরণ করে কেরালার তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে (Thiruvananthapuram International Airport)। আর সেদিন থেকে প্রায় ১৯ দিন হয়ে গেল, ওই বিমান বিমানবন্দরের টারম্যাকেই (সহজ কথায় বিমানের পার্কিং লট) রয়েছে। কেন পঞ্চম প্রজন্মের স্টেলথ জেটি ফিরে গেল না বিলেতে? স্বাভাবিক ভাবেই এই নিয়ে জল্পনা এবং বিস্তর কৌতূহলের জন্ম দিয়েছে। কেনই বা ভারতের এক বেসামরিক বিমানবন্দরে রয়েছে তা!

কেন ভারতে আটকে বিধ্বংসী জেট?

বিমানবন্দরের ‘বে ৪’-এ জায়গা পেয়েছে ব্রিটিশ যুদ্ধবিমান। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ওরফে সিআইএসএফ রয়েছে এফ ৩৫বি-র পাহারায়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছিল যে, জ্বালানি কম থাকার কারণেই জরুরি অবতরণ করতে হয়েছিল এই বিমানকে। পরে জানা যায় হাইড্রোলিক সিস্টেমে ত্রুটির কারণে আর উড়তে পারেনি তা। ইংল্যান্ড থেকে টিম এসে এই যুদ্ধবিমানকে বারবার ওড়ানোর চেষ্টা করেও করা সত্ত্বেও, বিমানটি মাটি ছাড়তে ব্যর্থ হয়েছে। পরের দিন পাইলটকে উদ্ধার করতে ব্রিটিশ রয়্যাল নেভি এডব্লিউ ১০১ মার্লিন হেলিকপ্টার পাঠিয়েছিল ভারতে। পাইলটকে নিয়ে যা ফের উড়ে গিয়েছে এইচএমএস প্রিন্স অফ ওয়েলসে (আরও ৯)। যা ব্রিটিশ রয়্যাল নেভির ফ্ল্যাগশিপ রণতরী। 

আরও পড়ুন: এবার গগনভেদী গর্জনেই কেঁপে যাবে পাকিস্তান! ভারতের হাতে মিসাইল-রকেট-চেইন গানে ঠাসা বিধ্বংসী হেলিকপ্টার

কী পরিণতি হবে এফ ৩৫বি-র?

রুটিন মাফিক ইন্ডিয়া-ইউকে নৌ-মহড়া করতে গিয়ে, ভারতে ফেঁসে যাওয়া যুদ্ধবিমানের দাম ১১০ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৯৩৮৩১৬৫০০০ টাকা)। এখন প্রশ্ন এই যুদ্ধবিমানের পরিণতি কী হবে? আদৌ কি তা ব্রিটিশ রয়্যাল নেভির কাছে উড়ে যাবে না ভারতেই থেকে যাবে? পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে দেখে, শেষ বিকল্পই বেছে নিয়েছে কিয়ার স্টারমারের দেশ! এফ ৩৫বি-কে সি-১৭ গ্লোবমাস্টার পরিবহণ বিমানে চাপিয়েই দেশে ফেরানোর ভাবনা সেই দেশের। ‘এফ ৩৫বি লাইটনিং টু’-র মতো কুলীন যুদ্ধবিমানের এমন উড়ান বিরল। ব্রিটেন এই বিষয়ে ভারতের কাছে সাহায্যের অনুরোধ করেছিল। ভারত সায় দিয়েছে। আশা করা হচ্ছে এবার দ্রুত এফ ৩৫বি ফিরে যাবে নিজের দেশে

বোয়িং সি-১৭ গ্লোবমাস্টারের কী কাজ?

সি-১৭ গ্লোবমাস্টারে একটি বিরাট বপুর সামরিক পরিবহণ বিমান। ১৭৪ ফুট দৈর্ঘ্যের ৫৫ ফুটের কার্গো বিমান সর্বাধিক ৭৭৫১৯ কিলোগ্রাম ওজন বহন করতে পারে। ফলে ১৪ হাজার ৬৫০ কেজির বিমানকে নিজের পেটে পুরে, তুড়ি মেরে উড়িয়ে নিয়ে যাওয়া কোনও বিষয়ই নয়।  সি-১৭ গ্লোবমাস্টারে এক জায়গা থেকে আরেক জায়গায় সেনার সরঞ্জাম, যুদ্ধবিমান, হেলিকপ্টার, অনায়াসে উড়িয়ে নিয়ে যায়। 

আরও পড়ুন: অবিশ্বাস্য! রিলায়েন্সের বড় পদে এসেছেন অনন্ত আম্বানি, মুকেশপুত্রের বেতন কত জানেন?

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link