NOW READING:
Delivery boy Drowns: বিলাসি আবাসনের ২২ তলায় রাতে ফুড ডেলিভারি করতে গিয়ে তাড়াহুড়োয় সুইমিং পুলে পড়ে শেষ সুইগিবয়…
July 3, 2025

Delivery boy Drowns: বিলাসি আবাসনের ২২ তলায় রাতে ফুড ডেলিভারি করতে গিয়ে তাড়াহুড়োয় সুইমিং পুলে পড়ে শেষ সুইগিবয়…

Delivery boy Drowns: বিলাসি আবাসনের ২২ তলায় রাতে ফুড ডেলিভারি করতে গিয়ে তাড়াহুড়োয় সুইমিং পুলে পড়ে শেষ সুইগিবয়…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খাবার ডেলিভারি দিতে গিয়ে সুইমিং পুলে (swimming pool) ডুবে গেলেন এক ডেলিভারি বয় (Delivery boy)। ৪৪ বছর বয়সী ডেলিভারি কর্মী মঙ্গলবার গ্র্যান্ট রোডের একটি হাউসিং সোসাইটির সুইমিং পুলে ডুবে মারা গিয়েছেন। পুলিস জানিয়েছে, তিনি বিল্ডিংয়ের ২২ তলায় ডেলিভারি দিতে গিয়ে পুলে পড়ে যান। গামদেবী থানার তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তির নাম ইমরান আকবর খোজাদা। তিনি রাত সাড়ে ১১টা নাগাদ দর্শন ভোলাঞ্জো রেসিডেন্সিয়াল সোসাইটির এক বাসিন্দার জন্য জুস ডেলিভারি করতে এসেছিলেন।

আরও পড়ুন, Disasters in Puri Jagannath Temple: উলটোরথেও কি প্রলয়ঙ্কর কিছু অপেক্ষা করছে পুরীতে? বিপর্যয়-আশঙ্কার মধ্যেই জেনে নিন পুনর্যাত্রার মাহাত্ম্য…

বিল্ডিংয়ের ২২ তলায় একটি বড় ছাদ, হাঁটার জায়গা এবং চার ফুট গভীর একটি সুইমিং পুল রয়েছে। CCTV ফুটেজ অনুযায়ী, ইমরান লিফট থেকে নামার সময় মোবাইলে কথা বলছিলেন। সেই সময়ই তিনি পুলে পা পিছলে পড়ে যান এবং আশেপাশে কেউ না থাকায় ডুবে মারা যান। পুলিস জানিয়েছে, সাধারণত ওই এলাকায় এক নিরাপত্তারক্ষী থাকেন, কিন্তু দুর্ঘটনার সময় সে সেখানে ছিল না।

আরও পড়ুন, Uttar Pradesh Shocker: দুই দেওরের সঙ্গে সম্পর্ক, সম্পত্তির লোভে ভয়ংকর কাণ্ড করল বউদি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link