জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অফিসের ওয়াশরুমে গিয়েছিলেন মহিলা সহকর্মী। আর লুকিয়ে তাঁর ভিডিয়ো করছিলেন ওই অফিসেরই কর্মী এক যুবক। ন্যক্কারজনক ওই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের বেঙ্গালুরুর ইলেকট্রনিকস সিটির অফিস ক্যাম্পাসে। ধৃত ওই আইটি কর্মীর নাম স্বপ্নিল নাগেশ মালি।
ওয়াশরুমের দরজায় ‘রিফলেকশন’!
গত ৩০ জুন ঘটনাটি ঘটে। অভিযোগকারিণী ইনফোসিসের ওই ক্যাম্পাসে টেকনিক্যাল টেস্ট লিড হিসেবে কর্মরত। তাঁর বয়স ৩৫ বছর। পুলিসের কাছে তাঁর অভিযোগ, তিনি যখন অফিসের ওয়াশরুমে যান, তখন ওয়াশরুমের দরজায় একটা ‘রিফলেকশন’ দেখতে পেয়েছিলেন। পরে তাঁর নজরে আসে যে পাশের কিউবিকল থেকে মোবাইলে ছবি তোলা হচ্ছে!
ব্যাপারটা কী?
ব্যাপারটা কী? খতিয়ে দেখার জন্য তিনি কমোডের উপর উঠে দাঁড়ান। তখন তিনি দেখতে পান, পাশের ওই কিউবিকলের কমোডের উপর দাঁড়িয়ে অভিযুক্ত নাগেশ মালি তাঁর ভিডিয়ো করছেন। এমনকি সেইসময় নাগেশ নালির প্যান্টও খোলা অবস্থায় ছিল। এই দেখে তিনি দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন ও ঘটনার কথা সবাইকে জানান। সবাই তখন ঘিরে ধরে নাগেশ মালিকে আটকায়। তাঁর ফোন কেডে নেয়। দেখা যায়, নাগেশ নালির ফোনে অভিযোগকারিণী সহ আরও এক ইনফোসিস কর্মীর ভিডিয়ো রয়েছে।
ধৃত ইনফোসিসের সিনিয়র অ্যাসোসিয়েট কনসালট্যান্ট
এরপরই টেকনিক্যাল টেস্ট লিড ওই তরুণী তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে পুলিসের দ্বারস্থ হন। পুলিসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নাগেশ মালিকে গ্রেফতার করেছে পুলিস। সেইসঙ্গে নাগেশ মালির ফোনে থাকা সব ভিডিয়োও ডিলিট করে দিয়েছে পুলিস। জানা গিয়েছে,মহারাষ্ট্রের সাংলির বাসিন্দা নাগেশ নালি মাত্র ৩ মাসে আগে সিনিয়র অ্যাসোসিয়েট কনসালট্যান্ট হিসেবে ইনফোসিসে যোগ দেন। তবে এই ঘটনায় ইনফোসিসের তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়।
আরও পড়ুন, Kasba Law College Incident: কসবা গণধ*র্ষ*ণকাণ্ডে পুলিসের কাছে মনোজিতের ‘বড়’ স্বীকারোক্তি…
আরও পড়ুন, Rajasthan Shocker: মা নিজের শাড়ি-গয়নায় ছেলেকে সাজিয়েই, সপরিবারে… বাবা-মা ও ২ সন্তান মিলল হাড়হিম করা অবস্থায়!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)