NOW READING:
Diogo Jota Dies: জুনে জাতীয় খেতাব, ১০ দিন আগে বিয়ে, রোনাল্ডোদের কাঁদিয়ে ২৮-এ প্রয়াত লিভারপুল স্টার!
July 3, 2025

Diogo Jota Dies: জুনে জাতীয় খেতাব, ১০ দিন আগে বিয়ে, রোনাল্ডোদের কাঁদিয়ে ২৮-এ প্রয়াত লিভারপুল স্টার!

Diogo Jota Dies: জুনে জাতীয় খেতাব, ১০ দিন আগে বিয়ে, রোনাল্ডোদের কাঁদিয়ে ২৮-এ প্রয়াত লিভারপুল স্টার!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিডের (COVID-19) সময়ে প্রিয়জনদের হারিয়ে, মানুষ ভীষণ ভাবে উপলব্ধি করেছিল যে, জীবন বড়ই অনিশ্চিত। সম্প্রতি আমদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর আবারও সেই লব্জ মানুষের মুখে ঘুরছে। আর এমন আবহে ফুটবলবিশ্বে আচমকাই নেমে এল শোকের ছায়া। মাত্র ২৮ বছরে প্রয়াত পর্তুগালের (Portugal) লিভারপুল স্টার দিয়োগো জোটা (Liverpool Star Diogo Jota Dies)!

আরও পড়ুন: ৮ ম্যাচে ১ জয়! সুনীলদের হেড কোচের ইনিংস শেষ, মানোলোর পদত্যাগে সিলমোহর ফেডারেশনের…

বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিম স্পেনের জামোরার কাছে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। জোটাই নন, এদিন রিয়াস বাজাস (হাইওয়ে-৫২) প্যালাসিওস ডি সানাব্রিয়ার কাছে জোটার গাড়িতে ছিলেন তাঁর ভাই আন্দ্রে। তিনিও মারা গিয়েছেন। স্থানীয় সময়ে রাত ১২.৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। যখন বেনাভেন্তের দিকে যাওয়ার পথে একটি গাড়ি রাস্তা ছেড়ে বেরিয়ে আসে এবং আগুন ধরে যায়। একাধিক বিদেশি মিডিয়ার এমনটাই রিপোর্ট।

নিয়তির কী করুণ পরিহাস। গত মাসেই জোটা জাতীয় দলের সঙ্গে জিতেছেন উয়েফা নেশনস লিগ। আর মাত্র ১০ দিন আগে বিয়ে করেছেন। রেখে গেলেন স্ত্রী ও তিন সন্তানকে। গত মরসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ জিতিয়ে ছিলেন জোটা এবং মার্সিসাইড দলের হয়ে এফএ কাপ এবং লিগ কাপও জিতেছেন।
জোটা ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে অ্যানফিল্ডে এসেছিলেন এবং সমস্ত প্রতিযোগিতায় মিলিয়ে ক্লাবের হয়ে ১৮২টি খেলায় ৬৫টি গোল করেছেন। তিনি পর্তুগালের জার্সিতে ৪৯ বার মাঠে নেমেছেন। দু’বার উয়েফা নেশনস লিগ জিতেছেন। 

আরও পড়ুন: ‘ক্লাস নাইন ফেল’! যোগীরাজ্যে এডুকেশন অফিসার হলেন রিঙ্কু! চূড়ান্ত ট্রোলড KKR স্টার

রোনাল্ডোদের কাঁদিয়ে চলে গেলেন জোটা…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link