জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাদক ব্যবসার সঙ্গে জড়িত গোটা পরিবার। এমনটাই অভিযোগ ছিল গ্রামবাসীর। তার জেরে ক্ষোভ এমন জায়গায় পৌঁছল যে গ্রামবাসীরা পিটিয়েই মেরে ফেলল এক গৃহবধূ ও তার ২ সন্তানকে। বৃহস্পতিবার সকালে ওই ঘটনা ঘটে বাংলাদেশের কুমিল্লার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে। নিহতরা হলেন, রুবি (৪৮) তার মেয়ে জোনাকী ও ছেলে রাসেল।
স্থানীয় থানার ওসি মাহফুজুর রহমান সংবাদমাধ্যমে বলেন, মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছিল স্থানীয় মানুষজন। বৃহস্পতিবার সকালে কড়ইবাড়ি গ্রামে রুবির বাড়ি ঘিরে ধরে। তারপর শুরু হয় জনতার গণপিটুনি। এতে ঘটনাস্থলেই রুবি, তার মেয়ে জোনাকী ও ছেলে রাসেল মারা যায়। গুরুতর আহত হন পরিবারের আরও এক সদস্য। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন-পাখি ‘মে*রে*ছে’ বলে ৯ নাবালককে হাত-পা বেঁধে বেদম মা*র, মা*রের চোটে ১ জন হাসপাতালে
আরও পড়ুন-দুই দেওরের সঙ্গে সম্পর্ক, সম্পত্তির লোভে ভয়ংকর কাণ্ড করল বউদি
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থালে আসেন কুমিল্লার পুলিস সুপার নাজির আহমেদ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা। এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে। এমনটাই জানিয়েছেন ওসি মাহফুজুর রহমান।
কুমিল্লা আকবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম বলেন, জানতে পেরেছি নিহত পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভে আজ সকালে ওই পরিবারের ৪ সদস্যকে গণপিটুনি দেন। এতে তিনজন ঘটনাস্থলে মারা যায়। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)