NOW READING:
Rajasthan Shocker: মা নিজের শাড়ি-গয়নায় ছেলেকে সাজিয়েই, সপরিবারে… বাবা-মা ও ২ সন্তান মিলল হাড়হিম করা অবস্থায়!
July 3, 2025

Rajasthan Shocker: মা নিজের শাড়ি-গয়নায় ছেলেকে সাজিয়েই, সপরিবারে… বাবা-মা ও ২ সন্তান মিলল হাড়হিম করা অবস্থায়!

Rajasthan Shocker: মা নিজের শাড়ি-গয়নায় ছেলেকে সাজিয়েই, সপরিবারে… বাবা-মা ও ২ সন্তান মিলল হাড়হিম করা অবস্থায়!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাথায় ওড়না। চোখে কাজল। পরিয়েছিলেন নিজের সোনার গয়নাও। ৮ বছরের ছোটো ছেলেকে নিজের শাড়ি-গয়নায় সাজিয়েছিলেন মা। ছেলেও মায়ের মতো সেজে খুব খুশি! ছোট্ট ছেলের সেই আনন্দ, খুশি ধরা পড়েছে তার হাসিমুখ ছবিতেই। এদিকে তারপরের ঘটনা-ই হাড়হিম করা। কল্পনারও অতীত। এই ঘটনায় হতবাক শুধু নয়, হতভম্ব সবাই। ছেলেকে সাজানো, খেলা, ছবি তোলা সবকিছুর পর স্বামী-স্ত্রী ও ২ সন্তান সহ পুরো পরিবার জলের ট্যাংকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় (Family Dies By Suicide)। জলের ট্যাংক থেকে উদ্ধার হয় একে একে  শিবলাল মেঘওয়াল (৩৫), তাঁর স্ত্রী কবিতা (৩২) ও দম্পতির ২ ছেলে, বজরঙ্গ (৯) এবং রামদেব (৮)-এর প্রাণহীন নিথর দেহ।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের বাড়মেড়ে (Rajasthan Shocker)। জানা গিয়েছে, সপরিবারে বাড়ির কাছেই একটি জলের ট্যাংকে ঝাঁপিয়ে পড়েন। ৪ জন-ই মারা যান। বাড়ি থেকে মাত্র ২০ মিটার দূরে অবস্থিত একটি জলের ট্যাংকে মৃতদেহগুলি পাওয়া যায়। কেন ২ সন্তানকে নিয়ে দম্পতি আত্মঘাতী হলেন, কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। বুধবার ভোরে দম্পতির শ্বশুরবাড়ির লোকজন সহ আত্মীয়স্বজনদের উপস্থিতিতে ওই জলের ট্যাংক থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। যেখানে তাঁদের এই পরিণতির জন্য শিবলাল তাঁর ভাই ও মাকে দায়ি করেছেন। 

সুইসাইড নোট
বাড়ি থেকে উদ্ধার হয়েছে হাতে লেখা একটি সুইসাইড নোট। ২৯ জুনের সেই চিঠিতে শিবলাল তিনজনের নাম উল্লেখ করেছেন। তাদের মধ্যে একজন শিবলালের ছোট ভাই। সুইসাইড নোটে মূলত জমিজমা ও বাড়ি ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিবাদের উল্লেখ রয়েছে। পাশাপাশি, ওই চিঠিতে আরও অনুরোধ করা হয়েছে যে নিহত ৪ জনের শেষকৃত্য যেন তাঁদের বাড়ির সামনেই করা হয়।

জানা গিয়েছে, শিবলাল কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY)-য় পাওয়া টাকায় একটি আলাদা বাড়ি তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর মা ও ছোটো ভাই বাধা দেন। সেই থেকেই বিবাদের সূত্রপাত। ঘটনার দিন শিবলালের মা তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করতে বাড়মেরে গিয়েছিলেন। শিবলালের বাবা গিয়েছিলেন একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে। পরিবারের বাকি সদস্যদের অনুপস্থিতিতে শিবলাল ও কবিতা তাঁদের ফোন বন্ধ করে দিয়ে দুই ছেলেকে নিয়ে আত্মঘাত হন।

আরও পড়ুন, Bhopal Shocker: প্রেমিকার ভালো চাকরি! বেকারত্বের জ্বালায়-হিংসায় খু*ন লিভ-ইন পার্টনারের! ২ দিন ধরে দে*হের সঙ্গেই প্রেমিক…

আরও পড়ুন, DA Hike: হাতে আসবে অতিরিক্ত টাকা! পুজোর আগেই ফের বাড়ছে ডিএ? এবার একেবারে ৫৮%…বড় রিপোর্ট…

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link