সেলিম রেজা, ঢাকা: চোরাই সোনা পরে টিকটক ভিডিয়ো করছিলেন এক অভিনেত্রী। অভিনয় দেখে তার স্বামী সোহেল মিয়াকে গ্রেফতার করে বাংলাদেশের দেবিদ্বার থানা পুলিস। বুধবার গত রাতে ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল মিয়া বাংলাদেশের কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দ্রনাইল গ্রামের বাসিন্দা।
বাংলাদেশের দেবিদ্বার থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে জানান,সোহেল মিয়া বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে এলাকার সোনার দোকান চিহ্নিত করে সিন্ডিকেটের সহায়তায় চুরি করে আসছিল। তার স্ত্রী শাহীন আক্তার টিকটক করতেন। সম্প্রতি সোহেলের স্ত্রী ওই চোরাই সোনার গহনা পরে টিকটক করছিল। পরে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি কুমিল্লা জেলার দেবিদ্বার নিউমার্কেট কলেজ রোডের বারেক প্লাজার পূর্ব গলির খাদিজা শিল্পালয়ের মালিক জাকির হোসেন জুম্মার নামাজ শেষে দোকান খুলতে গিয়ে দেখেন তার দোকানের তালা নেই। ভেতরে ঢুকে দেখেন শো-কেসের ভেতর প্রায় ৪০ ভরি সোনার গহনা গায়েব।
আরও পড়ুন-খুব কাছের মানুষের সঙ্গে বিবাদ মিথুনের, বেফাঁস কথা বললেই বিপদ কন্যার
আরও পড়ুন-দুপুরের পর থেকেই রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টি, ৩ দিন ভারী বর্ষণ এইসব জেলায়
ওই দিন সন্ধ্যায় চুরি করা সোনা কুমিল্লার ইপিজেডের একটি সোনার দোকানে বিক্রি করতে গিয়ে আবু তাহের ও তার স্ত্রী শারমিন আক্তার পুলিসের হাতে আটক হয়। তাদের জিজ্ঞাসাবাদে বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর থেকে আটক হয় সোনা চোর সিন্ডিকেটের প্রধান আবুল কাসেম। আদালতে তাদের ১৬৪ ধারায় জবানবন্দিতে বেরিয়ে আসে সোনা চোর সিন্ডিকেটের অপর সদস্য সোহেল মিয়ার নাম।
এ ব্যাপারে কুমিল্লার দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জি ২৪ ঘন্টাকে টেলিফোনে জানান, সোহেল-সহ সোনা চোরাচালানি চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল