NOW READING:
‘সবাইকে তো আর কান মুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসন করা সম্ভব নয় !’মনোজিৎ-প্রসঙ্গে ‘সাফাই’ সায়ন্তিকার
July 2, 2025

‘সবাইকে তো আর কান মুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসন করা সম্ভব নয় !’মনোজিৎ-প্রসঙ্গে ‘সাফাই’ সায়ন্তিকার

‘সবাইকে তো আর কান মুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসন করা সম্ভব নয় !’মনোজিৎ-প্রসঙ্গে ‘সাফাই’ সায়ন্তিকার
Listen to this article



<p><strong>কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও ঝিলম করঞ্জাই, কলকাতা :</strong> কসবা গণধর্ষণকাণ্ডে গ্রেফতার করা হয়েছে তৃণমূলকর্মী মনোজিৎ মিশ্রকে। কিন্তু, এই ঘটনায় ব্য়ক্তি মনোজিতের ঘাড়ে দায় ঠেলে, তাঁর কু-কীর্তি থেকে তৃণমূলকে আলাদা করার চেষ্টা করলেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়। যদিও, তাঁর এই যুক্তি খারিজ করে দিয়েছে বিরোধীরা।</p>
<p>কসবাকাণ্ডে ধৃত মনোজিৎ মিশ্রকে ওই কলেজেরই অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগে ছাড়পত্র দিয়েছিল কলেজের পরিচালন সমিতি! যার মাথায় রয়েছেন, তৃণমূল বিধায়ক অশোক দেব। ভাইরাল হওয়া একটি ভিডিওতেও, তৃণমূল বিধায়ক অশোক দেবের সঙ্গে মনোজিৎ মিশ্রর সখ্য় স্পষ্ট!</p>
<p>এই প্রেক্ষাপটে মনোজিতের বিরুদ্ধে ওঠা অভিযোগকে হাতিয়ার করে বিরোধীরা যখন সরাসরি তৃণমূলকে নিশানা করছে, তখন অস্বস্তির মুখে ব্য়ক্তি মনোজিতের ঘাড়ে দায় ঠেলে, তাঁর কু-কীর্তি থেকে তৃণমূলকে আলাদা করার চেষ্টা করলেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বললেন, "আমাদের একটা বৃহত্তর দল। কার মনে কী আছে, সে কী করছে, সবাইকে তো আর কান মুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসন করা সম্ভব নয়। সবাই প্রাপ্তবয়স্ক। একজন প্রাপ্তবয়স্কর মনের ভিতরে, আপনার আমার মনের ভিতরে কী চলছে, যতক্ষণ না প্রকাশ্য়ে করছি বা বলছি, সেটা তো বোঝা বা জানা মানুষের পক্ষে সম্ভব নয়।"</p>
<p>কিন্তু, তৃণমূল বিধায়কের এই যুক্তি সটান খারিজ করে দিয়েছে বিরোধীরা। তাদের স্পষ্ট প্রশ্ন, উত্তরপ্রদেশ-মধ্য়প্রদেশের মতো রাজ্য়ে ধর্ষণের ঘটনা ঘটলে, তৃণমূল ব্য়ক্তিকে দায়ী না করে, বিজেপিকে দায়ী করে, বিজেপির শীর্ষ নেতাদের সমালোচনা করে, তাহলে এক্ষেত্রে দায় শুধু মনোজিতের কেন হবে, তৃণমূলেরও নয় কেন ?</p>
<p>বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "তৃণমূল আর এই জাতীয় আইন-শৃঙ্খলার যে অবনতি সবটাই একসঙ্গে মিলে গেছে। সেইজন্য তৃণমূলও যা, মস্তানও তাই, আইনৃশৃঙ্খলার অবনতিও তো, মহিলার উপর অত্যাচারও তা।" &nbsp;</p>
<p>কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলছেন, "দাপট তৃণমূলের। মনোজিৎ একটা ব্য়ক্তি। দাপট তৃণমূলের। তৃণমূল এই সংস্কৃতিতে বিশ্বাস করে। যা কিছু করো, সবকিছু করে তোমাদের বাঁচিয়ে দেওয়া হবে। তৃণমূল এই সংস্কৃতিটা নিয়ে এল, অপরাধ করলেও তোমার কিছু হবে না।"</p>
<p>পাল্টা যুক্তি শোনা গেছে তৃণমূলের গলায়! তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, "আসারাম বাপু, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদি তার সঙ্গে একই মঞ্চে উঠে নাচ নেচেছিলেন। বাবা রাম রহিম, যিনি ধর্ষণের দায়ে শুধু অভিযুক্ত নন, দোষী প্রমাণিত, তাকে হরিয়ানায় ভোটের আগে প্যারোলে মুক্তি দেওয়া হল, হরিয়ানার ভোট নেওয়ার জন্য, কারণ তার নামে নাকি এক কোটি ভক্ত। এই বাবা রাম রহিমের সঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীরা মঞ্চ শেয়ার করেছেন, অভিযোগ সামনে আসার পরেও।"&nbsp;</p>
<p>তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায় ধৃত মনোজিৎ এবং তৃণমূলের মধ্য়ে দূরত্ব তৈরির চেষ্টা করলেও, ক’দিন আগে তাঁরই দলের সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের গলায় শোনা গেছিল উল্টো সুর। তিনি বলেছিলেন, "জিরো টলারেন্স ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে ? কেন তদন্ত এখনও শুরু হয়নি ? ওর উপর নেতা কে ? তার উপরের নেতা কে ? কার আশীর্বাদে এইরকম হয়েছে ?"&nbsp;</p>
<p>কসবাকাণ্ড নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজন্য়া হালদারও। তিনি বলেন, "কেউ বুঝতে পারেনি যে…এরকম মনোজিৎ মিশ্রের ক্রিমিনাল রেকর্ডস রয়েছে ? নোটোরিয়াস অ্যাক্টিভিটির পরিচয় রয়েছে ? এটা কেউ জানত না এটা হতে পারে ? এরকম দাদাদের যদি আমরা আরও বাড়তে দিই,তাহলে কলেজ চত্বরের মধ্যে এরকম ঘটনা আরও ঘটতে দেখা যেতে পারে। কোথাও না কোথাও গিয়ে মনোজিৎ মিশ্রদের মতো লোকেদের জন্য, তাদের বিতাড়িত করার জন্য কলেজ ইলেকশন হওয়াটা খুব জরুরি বলে মনে করি।" &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>
<p>দলের দায় ঝাড়তে গিয়ে কি দলেরই অস্বস্তি আরও বাড়াচ্ছেন তৃণমূলের নেতা-নেত্রীরা ?</p>



Source link