জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেফালী জরীওয়ালার (Shefali Jariwala) মতোই অবস্থা হয়েছিল শ্রুতিকা অর্জুনের (Shrutika Arjun)। বিগ বস সিজন ১৮-য় (Bigg Boss 18) অংশ নিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রুতিকা। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, কোভিড ভ্যাকসিন (Covid Vaccine) নেওয়ার পর তিনি তাঁর জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতার শিকার হন। তিনি বলেন, এতটা অসুস্থতা সন্তান জন্মদানের কষ্টের থেকেও বেশি ভয়ানক ছিল, এবং এতে তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে মনে হয়েছিল হয়তো মরেই যাবেন।
আরও পড়ুন- Khushi Mukherjee: অন্তর্বাসহীন বেআব্রু স্টাইলে রাস্তায়! গণছিছিক্কারের জবাবে খুশির ফোঁস, আমি গর্বিত ব্রাহ্মণ…
পারস ছাবড়ার পডকাস্টে এসে বলেন, “আমিও একটা ভ্যাকসিন নিয়েছিলাম। এটা সবার জন্য প্রযোজ্য নয়। হয়তো ভ্যাকসিনের জন্য, হয়তো না… যেদিন আমি অসুস্থ হলাম, সেই রাতে আমার মনে হয়েছিল এর থেকে কোভিড ভালো। এটা প্রায় ৫-৬ বছর আগের কথা, তখন আমার বয়স ছিল ৩০। তখন তো কেউ মরতে চায় না। আমার নর্মাল ডেলিভারি (প্রসূতি যন্ত্রণা) হয়েছিল, সেটার কষ্টও এতটা ছিল না। কিন্তু ওই রাতের কষ্ট ছিল ভয়ংকর। এতটাই খারাপ লাগছিল যে আমার স্বামী অর্জুন প্রতি আধ ঘণ্টা পরপর আমার শ্বাস ঠিক আছে কিনা সেটা দেখে নিচ্ছিলেন।”
তিনি আরও জানান, আগে তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু কোনো চিকিৎসকের কাছে যাননি এবং ঘরেই সেরে উঠেছিলেন। তিনি জানান, ভ্যাকসিন নেওয়ার পরের দিন সকালে কিছুটা ভালো লাগছিল। কিন্তু ঘুম থেকে উঠে হাঁটার চেষ্টা করতেই হঠাৎ তিনি পড়ে যান, কারণ তাঁর রক্তচাপ নেমে গিয়েছিল মাত্র ৪০-এ।
আরও পড়ুন- Shefali Jariwala’s Final Hours: ‘তখনও হার্ট চলছিল, তবে…’, শেষ কয়েক ঘণ্টা কী করেছিলেন শেফালী? বিস্ফোরক বন্ধু পূজা!
শ্রুতিকা আরও বলেন, “আমার কিছুই মনে নেই, শুধু অস্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম চারপাশে লোকজন কাঁদছে, আমাকে জাগানোর চেষ্টা করছে। আমি নিজেই নিজের সঙ্গে ‘ওম নমঃ শিবায়’ জপ করছিলাম।” মন ভালো করার জন্য তাঁর স্বামী অর্জুন তাঁকে ‘কিং কং’ সিনেমা দেখতে বলেন। কিন্তু সিনেমা শুরু হতেই জোর শব্দে তাঁর শরীর কাঁপতে থাকে, এবং তাঁর হার্টবিট এতটাই বেড়ে যায় যে তাঁর মনে হয় তিনি যেন ৫ কিলোমিটার দৌড়েছেন।
তিনি বলেন, “যখন আমি অর্জুনকে বলতে যাচ্ছিলাম, তখন দেখি আমার চোয়াল একদিকে টান পড়ছে, আর পুরো বাঁ হাতটা তুলতেই পারছিলাম না—এই সবই হার্ট অ্যাটাকের স্পষ্ট লক্ষণ। তখন আমি চোখ বন্ধ করে ডান হাত নাড়াতে থাকি, যেন পক্ষাঘাত না হয়।”
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)