প্রবীর চক্রবর্তী: সুকান্ত মজুমদারের (Samik Bhattacharya) পরে রাজ্য বিজেপির সভাপতি হবেন কে, এনিয়ে বহুদিন ধরেই জল্পনা ছিল। বুধবার সেই জল্পনার অবসান। রাজ্য বিজেপির নতুন সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপি সূত্রে খবর দলের রাজ্য় সভাপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন শমীক। ফলে সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়ল। নতুন পদ নিয়ে শমীককে খানিক রসিকতার ছলেই কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
আরও পড়ুন, Kasba Law College Incident: বন্ধ সাউথ ক্যালকাটা ল’কলেজ! ‘কী ভেবে এই সিদ্ধান্ত’ , উষ্মা প্রকাশ শিক্ষামন্ত্রীর!
এদিন ববি হাকিম বলেন, ‘শমীককে শুভেচ্ছা জানাই। দীর্ঘদিন আমরা এই অ্যাসেম্বলিতে কাজ করেছি। ওর নতুন পদের জন্য অভিনন্দন। আশা বা প্রত্যাশা করা ভালো, উনি নিজেও জানেন তৃণমূলকে সরানো অসম্ভব। সভাপতি বদলালেই তৃণমূলের ভিত্তি নড়ানো যাবে না। সুতরাং, বিজেপি নিজের সংগঠনকে দেখুক, আনন্দ করুক, সভাপতি বদলাক, খাওয়া-দাওয়া হোক। তবে তৃণমূলকে সরানোর প্রত্যাশা সফল হবে না। কারণ এই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার উপর সমস্ত মানুষের আস্থা আছে।’
দুপুর ২ টোয় মনোনয়ন পেশ করেছেন শমীক ভট্টাচার্য। আর কোনও মনোনয়ন জমা পড়েনি। ফলে তাঁর মনোনয়ন বাতিল না-হলে, বা তিনি নিজে মনোনয়ন প্রত্যাহার না-করলে শমীক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুকান্ত মজুমদারের উত্তরসূরি হবেন। বুধবারই চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করে দেবে বিজেপি। বৃহস্পতিবার নির্বাচনের পরে ওইদিনই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে।
এদিন শমীক ভট্টাচার্যের দাবি, ‘সঙ্ঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গে বিজেপি লড়াই করবে। এই নির্বাচন আমাদের হাতে নেই। মানুষ ঠিক করে নিয়েছে মানুষ পরিত্রাণ চায়। মানুষ মুক্তি চায়। মানুষ বাঁচতে চায়। মানুষ বাংলাকে বাঁচাতে চায়। আর তৃণমূলের বিসর্জন চায়।’ প্রসঙ্গত, গত ৪ এপ্রিল রাজ্যসভার সাংসদ হন। ২০২৪ এ কোর কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন।
আরও পড়ুন, Kasba College Case Update: ‘ইনহেলার দিয়ে সুস্থ করে ফের অত্যাচার!’ কসবাকাণ্ডে ‘ম্যাঙ্গো’র সেদিনের উদ্দেশ্য নিয়ে বিস্ফোরক তথ্য…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)