জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) রাজনীতিতে উথালপাথাল লেগেই রয়েছে। কখনও শেখ হাসিনা (Sheikh Hasina), কখনও মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)-কে ঘিরে পদ্মাপারের রাজনীতিতে উত্তেজনার পরত। এবার এসে গেল বড় খবর। চিন (China) এমন একটা কিছু করতে চলেছে যা বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত আনছে। এটি আন্তর্জাতিক দুনিয়ার কাছেও তাৎপর্যপূর্ণ বলে প্রতিপন্ন হতে চলেছে। কী সেটা?
আরও পড়ুন: Story of Amarnath: পার্বতীকে কী বলবেন বলে হিমালয়ের দুর্গমে নির্জন এই গুহা বেছে নিলেন শিব? আর শিবের নজর এড়িয়ে কে শুনল তা?
আরও পড়ুন: New Baba Vanga’s Doomsday Prophecy: মাত্র দু’দিন পরেই ভয়াবহ বিপর্যয়ের সেই অশুভ মুহূর্ত! জাপানি বাবা ভাঙ্গার পূর্বাভাসে কাঁপছে পৃথিবী…
চিন-বাংলাদেশ ঘনিষ্ঠতা
কানাঘুষো একটা শোনাই যাচ্ছিল। এবার মোটামুটি স্পষ্ট হয়ে গেল। আর লুকোচুরি নয়। চিন সত্যি-সত্যিই বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ বড় খেলোয়াড় হয়ে উঠছে। হাসিনা দেশ ছাড়ার পর থেকেই চিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছিল। শোনাই যাচ্ছিল যে, চিন-বাংলাদেশ ঘনিষ্ঠতা বেড়েছে। এবার তা নিয়ে প্রকাশ্য়ে মুখ খুললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরও। সম্প্রতি এক প্রতিনিধিদল-সহ পাঁচ দিনের চিনসফর করে দেশে ফিরেছেন তিনি। আর তার পরেই তাঁর মুখে শুধু জি জিন পিংয়ের স্তুতি। কেন?
চিন-বাংলাদেশ একযোগে কাজ
সোমবার সাংবাদিকদের আলমগীর বলেন, নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছে চিন। এছাড়াও তিস্তা নিয়েও বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছে। এসবের পাশাপাশি মায়ানমার ও রোহিঙ্গা ইস্যুতেও হস্তক্ষেপ করতে রাজি হয়েছে চিন।
বিনপি-র মাধ্যমে পালাবদল
নির্বাচন নিয়ে গত কয়েক মাস ধরেই বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারকে চাপে রেখে নির্বাচন করাতে সরব হয়েছে বিএনপি-সহ পদ্মাপারের একাধিক রাজনৈতিক দল। আর এই আবহেই খালেদা জিয়ার দলের মহাসচিবের এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাঁদের প্রশ্ন, তবে কি বিএনপির হাত ধরেই ইউনূসের উপর চাপ তৈরি করতে চলেছে চিন? নাকি এবার বাংলাদেশের নির্বাচনকেও নিয়ন্ত্রণ করতে চাইছে চিন? বাংলাদেশের বিষয়গুলিতে চিনের এই বাড়তি তৎপরতা নিয়েও উঠছে প্রশ্ন।
হাসিনার জেল
এদিকে আদালত অবমাননা মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। ‘কনটেম্পট অফ কোর্টে’র দায়ে পড়েছেন হাসিনা। আজ, বুধবার দুপুরে বিচারপতি মহম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এক ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। একই সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মহম্মদ শাকিল আলম-কাণ্ডে দুমাসের কারাদণ্ডের কথা ঘোষণা করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)