NOW READING:
Rinku Singh: ‘ক্লাস নাইন ফেল’! যোগীরাজ্যে এডুকেশন অফিসার হলেন রিঙ্কু! চূড়ান্ত ট্রোলড KKR স্টার
July 2, 2025

Rinku Singh: ‘ক্লাস নাইন ফেল’! যোগীরাজ্যে এডুকেশন অফিসার হলেন রিঙ্কু! চূড়ান্ত ট্রোলড KKR স্টার

Rinku Singh: ‘ক্লাস নাইন ফেল’! যোগীরাজ্যে এডুকেশন অফিসার হলেন রিঙ্কু! চূড়ান্ত ট্রোলড KKR স্টার
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের রাজ্য দল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে আইপিএলে কেকেআরের (KKR) হয়ে খেলে টিম ইন্ডিয়া! কেরিয়ারে একেবারে রকেটের মতো উত্থানে, নিজের আলাদা পরচিতি গড়ে তুলেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। তাঁর বাবা স্থানীয় এলাকায় এলপিজি গ্যাস সরবরাহ করতেন। পাঁচ-ভাই বোনের সংসারে অভাব-অনটনের কোনও শেষ ছিল না। একসময়ে রিঙ্কুকে জমাদারের কাজের প্রস্তাবও দেওয়া হয়েছিল। আইপিএল ও এশিয়াডজয়ী রিঙ্কু এখন প্রায় ৭-৮ কোটি টাকার মালিক। বিসিসিআই-এর গ্রেড ‘সি’-র চুক্তিবদ্ধ আলিগড়ের ক্রিকেটার আজ সাড়ে ৩ কোটি টাকায় বাংলোও কিনেছেন।  রিঙ্কুর প্রতি বহু ভারতীয়রই একটা ‘সফট কর্নার’ রয়েছে। তবে এহেন রিঙ্কুই এখন নেটপাড়ায় চূড়ান্ত ট্রোলড হচ্ছেন।

আরও পড়ুন:  ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের দৌড়ে ভারত! লালকেল্লায় মোদীর প্রতিশ্রুতিরই প্রতিফলন লুজানে

বেসিক এডুকেশন অফিসার 

একাধিক রিপোর্ট বলছে যে, উত্তর প্রদেশের ডিরেক্টর অফ বেসিক এডুকেশন রিঙ্কুকে উত্তরপ্রদেশের বেসিক এডুকেশন অফিসার হিসাবে নিয়োগ করেছে। যা বিজ্ঞপ্তিতে দিয়ে জানানো হয়েছে। আন্তর্জাতিক পদকজয়ী সরাসরি নিয়োগ বিধি ২০২২-এর অধীনে যে নীতিতে, আন্তর্জাতিক সম্মান অর্জনকারী ক্রীড়াবিদদের নির্দিষ্ট গেজেটেড সরকারি পদে সরাসরি নিয়োগের অনুমতি দেয়! রিঙ্কুর নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া সমালোচনায় ফেটে পড়েছে। নেটপাড়ায় অনেকেই বলেছেন যে, রিঙ্কু নবম শ্রেণিতে ফেল করেছেন। এরপর আর কোনও পড়াশোনাই করেননি তিনি। শিক্ষার সঙ্গে রিঙ্কুর দূরদূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই বলেই মত অনেকের। একজন এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘উত্তরপ্রদেশের জন্য দুঃখজনক। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যার কোনও যোগসূত্র নেই, সেই রিঙ্কু সিংকে বেসিক এডুকেশন অফিসার হিসাবে নিয়োগ করা হচ্ছে। যদি তাঁকে সম্মান জানাতে হত, তাহলে তা খেলাধুলো সম্পর্কিত কোনও পদের মাধ্যমে হওয়া উচিত ছিল।’ আবার কেউ লিখলেন, ‘এটা অনেকটা একজন ক্রিকেটারকে চিফ মেডিক্যাল অফিসার হিসেবে নিয়োগ করার মতো। যুক্তিটা ঠিক মেলে না।”
 

বিএসএ-র কাজ এবং বেতন

মৌলিক শিক্ষা অধিকারী (বিএসএ) উত্তর প্রদেশে জেলা-স্তরের প্রাথমিক শিক্ষা প্রধান হিসেবে কাজ করে। এটি একটি গ্রুপ বি গেজেটেড পদ যা সাধারণত রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পূরণ হয় এবং কমপক্ষে স্নাতক ডিগ্রির প্রয়োজন হয়। দায়িত্বের মধ্যে রয়েছে স্কুলের কার্যক্রম তদারকি করা, শিক্ষক নিয়োগ, সরকারি শিক্ষা প্রকল্প বাস্তবায়ন এবং প্রাথমিক শিক্ষার মান উন্নত করা। দায়িত্বের পরিপ্রেক্ষিতে, সমালোচকরা যুক্তি দেন যে সিংয়ের শিক্ষাগত যোগ্যতার অভাবের কারণে এই নিয়োগ একেবারেই অনুপযুক্ত। রিঙ্কু সিং মাসে আনুমানিক ₹৫৬,০০০ বেতন পাবেন। সরকারি ভাতা এবং সাধারণ সুযোগ-সুবিধা তো রয়েছেই। বিশেষ করে জেলা জুড়ে তরুণ শিক্ষার্থীদের শিক্ষাগত অভিজ্ঞতা তৈরি করতে এই ভূমিকা যথেষ্ট কর্তৃত্বপূর্ণ। 

আরও পড়ুন: ২৭ কোটি নিয়েও ২৬৯ রান, গোয়েঙ্কার দল ছেড়ে ফের দিল্লিতে? নিলামে ঋষভ-সহ ৯ ভারতীয়!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link