NOW READING:
শো করতে এসেছিলেন বাংলায়, সেই আলাপ! শেফালি জারিওয়ালার মৃত্যু মানতে পারছেন না ঋতুপর্ণা
July 2, 2025

শো করতে এসেছিলেন বাংলায়, সেই আলাপ! শেফালি জারিওয়ালার মৃত্যু মানতে পারছেন না ঋতুপর্ণা

শো করতে এসেছিলেন বাংলায়, সেই আলাপ! শেফালি জারিওয়ালার মৃত্যু মানতে পারছেন না ঋতুপর্ণা
Listen to this article


কলকাতা: মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হয়েছেন বলিউডের ‘কাঁটা লগা গার্ল’ শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)। কেবল একটি মিউজিক ভিডিওই তাঁকে চূড়ান্ত জনপ্রিয়তা দিয়েছিল। কিন্তু ‘কাঁটা লগা’-র পরে আর খুব বেশি কাজ করেননি শেফালি, নিজেকে সচেতনভাবেই সরিয়ে নিয়েছিলেন বলিউড থেকে। মন দিয়েছিলেন সংসারে। মাত্র ৪২ বছরেই থেমে গেল এই সম্ভাবনাময় অভিনেত্রীর জীবন। শেফালির মৃত্যুর খবর, অনেকের মতোই, মেনে নিতে পারেননি ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও। একাধিক শো করতে বহুবার বাংলায় এসেছিলেন শেফালি, আর সেই সূত্রেই ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে শেফালি জারিওয়ালার স্মৃতি হাতড়ালেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণা তখন টলিউডে কাজ করছেন চুটিয়ে। সেই সময়ে টেলিভিশনে একটি শো শুরু হয়েছিল, ‘ঋতুর মেলা ঝুম তারা রা’ নামে। এটি ছিল একটি ডান্স শো। এই শো-তেই পারফর্ম করতে এসেছিলেন শেফালি। সেই সময়ে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে তাঁর আলাপ। অভিনেত্রী বলছেন, ‘শেফালির মৃত্যুটা আমি যেন মেনে নিতে পারিনি। আমার কাছে ভীষণ দুঃখজনক। ‘ঋতুর মেলা ঝুম তারা রা’-তে ও পারফর্ম করতে এসেছিল। সেই সময়ে আলাপ ওর সঙ্গে। এত হাসি খুশি, ঝলমলে একটা মেয়ের এই পরিণতি। শেফালি চলে যাওয়ার পরে আমি সোশ্যাল মিডিয়ায় লিখেওছিলাম। সেই সময়ে আমরা ‘চান্স পে ডান্স’, ‘বৌদিমণি’, ‘টলি ভার্সেস বলি’ বলে অনেকগুলো শো করেছিলাম। তবে এখন আর নিয়মিত যোগাযোগ ছিল না।’

কেন মৃত্যু হল শেফালির, এই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই বিষয়ে ঋতুপর্ণা বলছেন, ‘আজকাল মানুষ শরীরের ওপর এত অত্যাচার করছে না.. শুনেছি ও অনেক ট্যাবলেট খেত। আমাদের জীবনে অবসাদ রয়েছে, চাপ রয়েছে। কিন্তু এখন আমরা এত আলোচনা করছি, বডি শেমিং নিয়ে এত সরব হচ্ছি, সেই সময়ে দাঁড়িয়ে আমরা বলছি, শরীর যেমন স্বাভাবিক, আমরা তেমনই কাজ করব… তাহলে এত চাপটা কীসের? আমরা একদিকে বলছি সবাই সমান, ছেলে মেয়ে সমান.. তাহলে কেন সবাই এত রোগা হওয়া, এত তারুণ্য ধরে রাখার দিকে ঝুঁকছে? এই বিষয়ে আমি বিদ্যা বালানকে অনেকটা কৃতিত্ব দেব। ও ওর সমস্যা সমাধান করেছে, পাশাপাশি কাজও করেছে। দক্ষিণী অভিনেত্রীদের তো কারোর জিরো ফিগার নয়। আমি বিশ্বাস করি, একটা সুঠাম দেহ থাকবে, পর্দায় দেখতে ভাল লাগবে। এমন না যে মানুষ জীবন উৎসর্গ করে দিয়ে ডায়েট করবে, শরীরে স্বাভাবিকত্ব নষ্ট করে ফেলবে, অস্ত্রোপচার করবে। নিজের শরীরকে প্রচন্ড চাপ দিলে, সেটাও তো একসময় জবাব দিয়ে দেবে।’



Source link