<p>২৫ জুন সন্ধে ৭.৩০ থেকে রাত ১০.৫০ পর্যন্ত কলেজেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ<br />কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণের অভিযোগে পুলিশের নজরে ধৃত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদের কল ডেটা রেকর্ড<br />ঘটনার পর কাদের ফোন মনোজিৎ মিশ্রের?<br />গ্রেফতার হওয়ার আগে কি ঘটনা সম্পর্কে কাউকে জানিয়েছিলেন? <br />২৫ জুন রাত থেকে গ্রেফতারির আগে পর্যন্ত কাদের সঙ্গে যোগাযোগ ধৃতদের, তালিকা পুলিশের হাতে<br />ঘটনার পরের দিন অর্থাৎ ২৬ জুন ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা ধৃত মনোজিৎ মিশ্রের<br />মনোজিতের CDR থেকে এমনই তথ্য, খবর পুলিশ সূত্রে<br />ঘটনার রাত থেকে গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত আর কাদের সঙ্গে কথা?<br />তদন্তের প্রয়োজনে তাঁদেরও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা, পুলিশ সূত্রে খবর<br />সিসিটিভি থেকে ১৬ জন আইনের পড়ুয়াকে চিহ্নিত করা হয়েছে, দফায় দফায় জিজ্ঞাসাবাদ পুলিশের<br />’১৬জন কলেজে কোন সময় এসেছিল, কখন কলেজ ছাড়ে?'<br />’রোজ কোন সময় আসে, ঘটনার দিন কোন সময়ে কলেজে এসেছিল?’ <br />জানতে চায় পুলিশ</p>
Source link
২৫ জুন রাত থেকে গ্রেফতারির আগে পর্যন্ত কাদের সঙ্গে যোগাযোগ ধৃতদের, তালিকা পুলিশের হাতে
