<p>ABP Ananda LIVE: ‘অতিরিক্ত শূন্যপদে নিয়োগের জন্যেও টাকার লেনদেন হয়েছিল’। শারীরশিক্ষা-কর্মশিক্ষায় নিয়োগের মামলায় কোর্টে বিস্ফোরক CBI। ‘তবে কতজন টাকা দিয়েছেন, সেটা এখনই আলাদা করে বলা সম্ভব নয়’। ‘কতজন টাকা দিয়েছেন, তা বলতে গেলে তদন্ত করতে হবে’। ‘তদন্ত শুরু করতে হলে FIR করতে হবে, লাগবে কোর্টের অনুমতি’। টাকার বিনিময়ে চাকরি নিয়ে আদালতের প্রশ্নের মুখে জানাল CBI। ৪ জুলাই হাইকোর্টে শারীরশিক্ষা-কর্মশিক্ষায় নিয়োগের মামলার ফের শুনানি।</p>
<p> </p>
<p> </p>
<p><strong>উত্তাল সমুদ্র, ভারী বৃষ্টির পূর্বাভাস; দুর্যোগের আশঙ্কা কোথায়?</strong></p>
<p>উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই মুহূর্তে অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (Weather Update) উপর অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। সঙ্গে রয়েছে ঝোড়ো বাতাসের পূর্বাভাসও। </p>
<p>দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমবে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা। উইকেন্ডে উপকূল ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মূলত মেঘলা আকাশ। সপ্তাহজুড়েই দিনভর মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝড়ো হাওয়া। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস।বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উপরের দিকের পাঁচ জেলাতেই বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে। </p>
Source link
‘অতিরিক্ত শূন্যপদে নিয়োগের জন্যেও টাকার লেনদেন হয়েছিল’,নিয়োগ-মামলায় কোর্টে বিস্ফোরক CBI
