ঢাকা: বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma), ভারতীয় ক্রিকেট দলের দুই মহাতারকা, গ্লোবাল আইকন। দুই তারকাই গত বছর বিশ্বজয়ের পর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন। এ বছরে প্রায় একসঙ্গেই টেস্ট ক্রিকেটকেও আলবিদা জানান উভয়েই। এখন থেকে তাঁরা কেবল ওয়ান ডে ফর্ম্যাটেই খেলবেন। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা বেশ কিছুদিন হয়ে গেল দুই মহাতারকাকে জাতীয় দলের হয়ে মাঠে নামতে দেখতে পারছেন না। আসন্ন অগাস্টে তাঁদের অবশেষে আবার ভারতের হয়ে মাঠে নামতে দেখতে পাওয়ার কথা ছিল। তবে সেই নিয়েই এখন সংশয় তৈরি হয়েছে।
সামনের মাসেই ভারতীয় দলের বাংলাদেশ (IND vs BAN) সফরে যাওয়ার কথা। বাংলাদেশ বোর্ডের তরফে বহু আগে এপ্রিল মাসেই ভারতের বিরুদ্ধে তিন ওয়ান ডে এবং সমসংখ্যক টি-টোয়েন্টি ম্য়াচের দিনক্ষণ ঘোষণ করে দিয়েছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানান যে বিসিসিআইয়ের তরফে এখনও এই সফরে অংশগ্রহণ করার বিষয়ে কোনও নিশ্চয়তা তিনি পাননি।
সোমবার বোর্ড বৈঠকের পর সাংবাদিকদের আমিনুল বলেন, ‘আমি ইতিমধ্যেই বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেছি এবং আলোচনাটা ইতিবাচকই ছিল। আমরা আশাবাদী। পরের মাসে তো ওই সিরিজ়টা খেলার কথা। কিন্তু ওরা এখনও সরকারের তরফে ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছেন।’ তিনি আরও যোগ করেন, ‘কথাবার্তা চলছে। কোনও কারণবশত যদি অগাস্টে ওরা না আসতে পারে, তাহলে পরের উইন্ডোতে ওরা সফর করবে। তবে আমরা কিন্তু এই বিষয়ে বেশ ইতিবাচক। আপাতত এটুকু বলব যে বিসিসিআই এই বিষয়ে এখনও পর্যন্ত বেশ পেশাদারভাবেই সবটা সামলাচ্ছে।’
যদি বিসিসিআই সরকারের তরফে কোনওরকম ছাড়পত্র না পায় তাহলে রোহিত ও বিরাটকে ভারতীয় দলের জার্সিতে দেখার জন্য কিন্তু ক্রিকেটপ্রেমীদের আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। ১৯ অক্টোবর থেকে ভারত ও অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে মুখোমুখি হবে, সেই সিরিজ়েই তাঁদের দেখা যেতে পারে।
সেই সিরিজ়ের জন্য কিন্তু ইতিমধ্যেই টিকিটের চাহিদা তুঙ্গে। অস্ট্রেলিয়া ক্রিকেট এই সিরিজ়কে তাঁদের দেশের মাঠে রোহিত ও বিরাটের শেষ সফর হিসাবেও মনে করছে। সেইজন্য প্রস্তুতিও সারছে। তার সঙ্গে সঙ্গে বাড়ছে উন্মাদনা, উত্তেজনা। ভারত-অস্ট্রেলিয়া সিডনিতে সিরিজ়ের শেষ ওয়ান ডে ম্যাচে মাঠে নামবে। সেই ম্য়াচের চার মাস আগেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে। এবার দেখার বাংলাদেশ সিরিজ় না অজ়ি সফর, কোথায়, কবে রোহিতদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটে।