NOW READING:
বাংলাদেশের বড় সিদ্ধান্ত, আদানি পাওয়ারের চুক্তি নিয়ে কী করলেন ইউনূস ? 
July 1, 2025

বাংলাদেশের বড় সিদ্ধান্ত, আদানি পাওয়ারের চুক্তি নিয়ে কী করলেন ইউনূস ? 

বাংলাদেশের বড় সিদ্ধান্ত, আদানি পাওয়ারের চুক্তি নিয়ে কী করলেন ইউনূস ? 
Listen to this article


 

Adani Power Dues : দেশের মানুষের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এবার বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার (Bangladesh News) । আদানি পাওয়ারের (Adani Power Dues) প্রাপ্য় টাকা মিটিয়ে দিল ইউনূস গভর্নমেন্ট। গত মাসে আদানি পাওয়ারের ৪৩৭ মিলিয়ন ডলার মিটিয়ে দিয়েছে বাংলাদেশ। যার ফলে কোম্পানির সব বকেয়া পাওনা শোধ হয়ে গেল।

আদানিদের কাছে অনুরোধ
মঙ্গলবার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশ এখন বিপিডিবি (বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড) নিয়ম অনুসারে আদানি পাওয়ারের থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ করেছে। বকেয়া নিষ্পত্তির পরই এই আবেদন জানানো হয়েছে কোম্পানিকে। এই বকেয়া শোধের মধ্যে বহন খরচ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) সম্পর্কিত বিষয়ও রয়েছে।

বাংলাদেশে কত শতাংশ বিদ্যুৎ পাঠায় আদানি পাওয়ার
আদানি পাওয়ার ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে, যা দেশের বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ করে। ২০১৭ সালের চুক্তি অনুসারে, আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র ২৫ বছর ধরে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর জন্য দায়বদ্ধ। এই বিদ্যুৎ কেন্দ্রে কয়লা থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের ১০০ শতাংশ সরবরাহ করার কথা ছিল বাংলাদেশে।

আদানি পাওয়ার সঙ্গে কী সমস্যা হয়েছিল ইউনূস সরকারের
ক্রমবর্ধমান আমদানি খরচ ও অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার কারণে আদানিদের বিদ্যুতের বিল মেটাতে পারছিল না বাংলাদেশ সরকার। যার ফলস্বরূপ আদানি বাংলাদেশে গত বছর তার সরবরাহ অর্ধেক করে দিয়েছিল। যদিও ২০২৫ সালের মার্চে বাংলাদেশ মাসিক অর্থ দেওয়া শুরু করতেই আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

কীভাবে মেটানো হয়েছে বকেয়া
গত কয়েক মাস ধরে বাংলাদেশ প্রতি মাসে ৯০-১০০ মিলিয়ন ডলার শোধ করছিল আদানি পাওয়ারকে। গত মাসে, দেশটি ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। গ্রামীণ এলাকায় দেশটি বিদ্যুৎ ঘাটতির সম্মুখীন হওয়ার পর এটি ঘটেছিল। এই ঘটনার পর ঋণদাতারা এখন আদানি পাওয়ার লিমিটেডের ক্রেডিট রেটিং বর্তমান AA থেকে AA+ এ উন্নীত করার বিষয়ে আত্মবিশ্বাসী, যা তাদের তহবিলের খরচ আরও কমিয়ে আনবে।

এর আগে অর্ধেক করে দেওয়া হয় বাংলাদেশে বিদ্যুৎ রফতানি
এর আগে বকেয়া টাকা দিতে দেরি হওয়ার কারণে ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয় আদানি পাওয়ার। বৈদেশিক মুদ্রায় ঘাটতির কারণে বাংলাদেশ তখন পেমেন্ট দিতে দেরি করেছিল। এর ফলে ১ নভেম্বরে প্ল্যান্টের দুটি ইউনিটের মধ্যে একটি বন্ধ করে দেওয়া হয়। তারপরে শীতে বিদ্যুতের চাহিদা ও টাকা দিতে না পেরে বাংলাদেশ শুধুমাত্র অর্ধেক বিদ্যুৎ সরবরাহের অনুরোধ করে।

 



Source link