NOW READING:
Petrol Price in Pakistan: পাকিস্তানে পেট্রোল ২৬৬ টাকা লিটার, আকাশ ছুঁল ডিজেলের দামও
July 1, 2025

Petrol Price in Pakistan: পাকিস্তানে পেট্রোল ২৬৬ টাকা লিটার, আকাশ ছুঁল ডিজেলের দামও

Petrol Price in Pakistan: পাকিস্তানে পেট্রোল ২৬৬ টাকা লিটার, আকাশ ছুঁল ডিজেলের দামও
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের সঙ্গে লড়াইয়ের অর্থনীতিতে নাভিশ্বাস উঠেছে পাকিস্তানে। জ্বালানীর দাম আকাশ ছোঁয়া। মঙ্গলবার পাকিস্তানে পেট্রোল ২৬৬.৭৯ রুপি প্রতি লিটার। ডিজেলের দাম তার থেকেও বেশি। জনগণের ভরসা এখন লাইট স্পিড ডিজেল। জ্বালানীর দামের জেরে লাফিয়ে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।

বহুদিন ধরেই আইসিইউতে চলে গিয়েছে পাক অর্থনীতি। দেনার দায়ে দেশ বিকিয়ে রয়েছে। তার মধ্য়েই প্রয়াই লাফিয়ে বাড়ছে তেলের দাম। মঙ্গলবার পেট্রোলের দাম বাড়ল ৮.৩৬ রুপি। এক মাসের মধ্যে এনিয়ে ২ বার পেট্রোলের দাম বাড়াল পাক সরকার। জুনের ১৬ তারিখে পেট্রোলের দাম বেড়েছিল লিটারে ৪ টাকা ৮০ পয়সা। হাইস্পিড ডিজেলে বেড়েছিল ৭টা ৯৫ পয়সা। এবার ফের বাড়ল।

পাকিস্তানের অর্থমন্ত্রকের ঘোষণা অনুযায়ী প্রতি লিটার পেট্রোলে দাম বাড়ল ৮টা ৩৬ পয়সা। ফলে পেট্রোলের দাম প্রতি লিটারে হল ২৬৬ টাকা ৭৯ পয়সা। আগে ওই দাম ছিল ২৫৮.৪৩ রুপি। হাইস্পিড ডিজেলের দাম দামে বেড়েছে লিটারে ১০ টাকা ৩৯ পয়সা। ফলে নতুন দাম ২৬২.৫৯ রুপি থেকে বেড়ে হল ২৭২.৯৮ রুপি প্রতি লিটার। লাইট স্পিড ডিজেলের দাম ১৫৫.৮১ রুপি প্রতি লিটার। ১ জুলাই থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

আরও পড়ুন-সামান্য ঘটনা! সমালোচনার ঝড় উঠতেই মানস বললেন, কসবাকাণ্ডের কথা বলিনি

আরও পড়ুন- টানা ৩ যুদ্ধে ব্যবহার করেছিল IAF, মা-ছেলে বিক্রি করে দিল আস্ত বায়ুসেনা ঘাঁটি!

পাক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশের অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটারি অথরিটির সুপারিশে তেলের দাম বাড়ানো হয়েছে। অথছ, দেশের বিভিন্ন মহলের দাবি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম হওয়ার পরও দাম বাড়াচ্ছে সরকার।  এদিকে, পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর পাশাপাশি পেট্রোলে লিটারে ২.৫০ রুপি কার্বন লেভি চাপিয়েছে সরকার। এতে আরওচাপ বাড়ছে আম জনতার উপরে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link