NOW READING:
ইরানে গিয়ে আটকে বাঙালি অধ্যাপক ফাল্গুনী দে, ‘রাশিয়া-আমেরিকা সবাই নিজের লোকজনকে নিয়ে যাচ্ছে..’
June 17, 2025

ইরানে গিয়ে আটকে বাঙালি অধ্যাপক ফাল্গুনী দে, ‘রাশিয়া-আমেরিকা সবাই নিজের লোকজনকে নিয়ে যাচ্ছে..’

ইরানে গিয়ে আটকে বাঙালি অধ্যাপক ফাল্গুনী দে, ‘রাশিয়া-আমেরিকা সবাই নিজের লোকজনকে নিয়ে যাচ্ছে..’
Listen to this article


আবীর দত্ত, কলকাতা: আরও চরমে ইজরায়েল-ইরান সংঘাত, হামলার পাল্টা হামলা। ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের। এদিকে এহেন পরিস্থিতিতে ইরানে গিয়ে আটকে (Women’s Christian College ) উইমেন ক্রিশ্চিয়ান কলেজের অধ্যাপক ফাল্গুনী দে। এবিপি আনন্দ-কে একান্ত সাক্ষাৎকার দিলেন তিনি। 

আরও পড়ুন, তেহরান থেকে সরানো হল ভারতীয় পড়ুয়াদের, জরুরি বিবৃতি বিদেশ মন্ত্রকের

এবিপি আনন্দ: আপনি এখন কোথায় আছেন ? 

অধ্যাপক ফাল্গুনী দে: তেহরান।

এবিপি আনন্দ: চারিদিকে সকাল বা রাতে কী ছবি দেখছেন ?

অধ্যাপক ফাল্গুনী দে: গতকাল সারারাত বোম্বিং হয়েছে। 

এবিপি আনন্দ: কতটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে ? বাইরে তো বেরোনো যাচ্ছে না ?

অধ্যাপক ফাল্গুনী দে: এটা ভয়ঙ্কর। তবে বাইরে বেরোনো যাচ্ছে। দিনের দিকে তাও ঠিক আছে। রাতের দিকে ওরা বেশি আক্রমণ করছে। আমি কালকে দূতাবাসে গিয়েছিলাম। কিন্তু দূতাবাস এখনও পর্যন্ত সেরকম কোনও কথা বলতে পারছে না। দূতাবাস, আমাদের বারবার বলছে, ধৈয্য ধরুন। ধৈয্য ধরুন। কিন্তু ধৈয্য কতক্ষণ ধরা যায় ? এই হচ্ছে পরি্স্থিতি।

এবিপি আনন্দ: কীভাবে ফিরবেন বুঝতে পারছেন কিছু ?

অধ্যাপক ফাল্গুনী দে: বুঝতে পারছি না কীভাবে ফিরব। রাশিয়া, আমেরিকা এরা সবাই নিজের নিজের লোকজনকে নিয়ে চলে যাচ্ছে। ভারত সরকার  কেন আমাদের এয়ার লিফট দিচ্ছে না ?

প্রসঙ্গত, ক্রমশ বেড়েই চলেছে ইজরায়েল ও ইরানের সংঘর্ষের তীব্রতা। তেহরানে লাইভ নিউজ চলাকালীন সংবাদমাধ্যমের অফিসে আছড়ে পড়ল ইজরায়েলের মিসাইল। ইরানে এখনও পর্যন্ত ২৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইজরায়েলের তেল আভিভ, জেরুজালেম, রমত গান, বাট ইয়াম-সহ একাধিক জায়গায় ব্যালিস্টিক মিসাইল দেগেছে ইরানও। 

মধ্যপ্রাচ্যের আকাশে ক্রমশ ঘন হচ্ছে মহাযুদ্ধের মেঘ!দিন দিন বেড়েই চলেছে ইজরায়েল ও ইরানের সংঘর্ষের তীব্রতা!এমনকী তেহরানে লাইভ নিউজ চলাকালীন সংবাদমাধ্যমের অফিসেও আছড়ে পড়েছে ইজরায়েলের মিসাইল! ভিডিওতে দেখা যাচ্ছে, এক সঞ্চালিকা খবর পড়ছেন। আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল সটুডিও। ধোঁয়ায় ঢেকে গেল চারদিক।   ইরানের পরমাণু কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রথমে এয়ার স্ট্রাইক করে ইজরায়েল। পাল্টা ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলে জবাব দেয় ইরান।

তারপর থেকে চারদিন ধরে দু’পক্ষের হামলা, পাল্টা হামলা চলছে। এর জেরে ইরানে এখনও পর্যন্ত ২৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে! যার মধ্যে প্রায় ১৪ জন পরমাণু বিজ্ঞানী, ইরানের সেনা প্রধান-সহ একাধিক সামরিক কর্তা রয়েছেন। এর মধ্য়ে রয়েছেন, ইরানের রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা শাখার প্রধান মহম্মদ কাজমি। 
 

 



Source link