NOW READING:
Air India Plane: সব প্লেনেই ক্রটি? অভাবের কারণে আমদাবাদ-লন্ডন ফ্লাইটই বাতিল করল এয়ার ইন্ডিয়া…
June 17, 2025

Air India Plane: সব প্লেনেই ক্রটি? অভাবের কারণে আমদাবাদ-লন্ডন ফ্লাইটই বাতিল করল এয়ার ইন্ডিয়া…

Air India Plane: সব প্লেনেই ক্রটি? অভাবের কারণে আমদাবাদ-লন্ডন ফ্লাইটই বাতিল করল এয়ার ইন্ডিয়া…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমান নেই। আর সেই কারণেই আমদাবাদ থেকে গ্যাটউইকের ফ্লাইট এআই ১৫৯ বাতিল করা হল। দুর্ঘটনার ছ’দিনের মাথায় আমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান (Air India Plane) বাতিল হল। যে রুটে আমদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান, সেই একই রুটে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে এবার যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। যার জেরে বাতিল করে দেওয়া হল উড়ান।

আরও পড়ুন, Kedarnath Chopper Crash: একরত্তি যমজ সন্তান খুঁজছে বাবাকে, নিহত পাইলট রাজবীরকে মিছিল করে সত্‍কার করতে চললেন সেনা অফিসার স্ত্রী…

গত বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বোয়িং এআই ১৭১ ড্রিমলাইনার দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় বিমানে থাকা ২৪১ জন যাত্রীর। বরাত জোরে প্রাণে বেঁচে যান একজন যাত্রী। এই ঘটনার পর এআই ১৭১ বিমানে নাম বদল করে এআই ১৫৯ রাখা হয়। জানা গিয়েছে, সেই লন্ডনগামী এআই ১৫৯ বিমানটি টেক অফ করার কথা ছিল মঙ্গলবার। কিন্তু বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে তা বাতিল করা হয়। দুপুর ১টা ১০ মিনিটে টেক অফ করার কথা ছিল বিমানটির।

বিমানের বাঁদিকের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা যায়। দীর্ঘক্ষণ নানান পরীক্ষা-নিরিক্ষা করলেও যান্ত্রিক সমস্যা ঠিক করা যায়নি। এরপরই বাতিল করা হয় সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী ওই বিমানটি ৭৭৭-২০০এলআর টুইন ইঞ্জিন জেট বিমানটি। দুর্ঘটনার পর মঙ্গলবারই প্রথম আমদাবাদ থেকে লন্ডনে যাওয়ার কথা ছিল বিমানের। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বাতিল হওয়া বিমানটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ছিল। পরিচালনগত ত্রুটির কারণে বিমানটি বাতিল করা হয়েছে। তবে সুস্পষ্ট কারণ উল্লেখ করা হয়নি। 

আরও পড়ুন, India’s Most Powerful Missile: ভয়ে কাঁপবে শয়তান পাকিস্তান, শক্তিধর চিন! শত্রুপক্ষের ঘরে ঢুকে নিঃশব্দে তছনছ করবে ভারতের এই মিসাইল…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link