<p><strong>কলকাতা:</strong> বিধানসভায় নাম না করে সুকান্ত মজুমদারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। এদিন তিনি বলেন, ‘কেন্দ্রের এক জন হাফ মন্ত্রী আমার বাড়ির মোড়ে গিয়ে হাওয়াই চটি ছুড়ছেন। কর্তব্যরত এক জন পাঞ্জাবি অফিসারকে হাওয়াই চটি ছুড়ে মারলেন। পাঞ্জাবি সম্প্রদায় এর প্রতিবাদ করছে। চটির প্রতি এত ভালবাসা থাকলে চটির দোকান খুলুন’,বিধানসভায় নাম না করে বিজেপি রাজ্য সভাপতিকে নিশানা মমতার। ‘মুখ্যমন্ত্রীর মতো পাকিস্তান প্রীতি নেই’, পাল্টা খোঁচা দিয়েছেন সুকান্তও।</p>
<p>[yt]https://youtu.be/32SIjhgif4E?si=Os2jNOuaHbw_VQe8[/yt]</p>
<p>আরও পড়ুন, <a title="সুবোধ মল্লিক স্কোয়ারে চাকরিহারাদের মঞ্চে জহর সরকার, ‘এই আন্দোলন থেকে কেবল ফায়দা তোলার চেষ্টায় বিভিন্ন রাজনৈতিক দল..’ !" href="https://bengali.abplive.com/district/recruitment-scam-jawhar-sircar-visit-ssc-protesters-hunger-manch-and-claims-pollical-party-are-waiting-for-profit-from-this-movement-1140361" target="_self">সুবোধ মল্লিক স্কোয়ারে চাকরিহারাদের মঞ্চে জহর সরকার, ‘এই আন্দোলন থেকে কেবল ফায়দা তোলার চেষ্টায় বিভিন্ন রাজনৈতিক দল..’ !</a></p>
<p>এদিন সুকান্ত পাল্টা নিশানা করে বলেন, ‘হাফ মিনিষ্টার হই বা ফুল মিনিষ্টার, যেটুকু আছে, দেশের জন্য করি। দেশকে ভালবেসে করি। বাংলাদেশ-পাকিস্তানকে ভালবেসে করি না। মুখ্যমন্ত্রী বিরাট নাম ! কিন্তু মনের ভিতরে যদি পাকিস্তান-বাংলাদেশ যদি থাকে, ওরকম মুখ্যমন্ত্রীর কোনও কিছু হয়ে লাভ নেই। হাফ মিনিষ্টার হই বা ফুল মিনিষ্টার হই, বুকের ভিতরে ভারত আছে।’ </p>
<p> </p>
Source link
‘মুখ্যমন্ত্রীর মতো পাকিস্তান প্রীতি নেই’! বিধানসভায় মমতার ‘হাফ মন্ত্রী’ কটাক্ষর পাল্টা সুকান্ত
