NOW READING:
Baba Bhanga of Japan: করোনা- সুনামির কথা সত্যি হয়েছিল, এবার ৫ জুলাই ভয়ংকর কিছুর আগামবার্তা! কী বলছেন জাপানের বাবা ভাঙ্গা?
June 16, 2025

Baba Bhanga of Japan: করোনা- সুনামির কথা সত্যি হয়েছিল, এবার ৫ জুলাই ভয়ংকর কিছুর আগামবার্তা! কী বলছেন জাপানের বাবা ভাঙ্গা?

Baba Bhanga of Japan: করোনা- সুনামির কথা সত্যি হয়েছিল, এবার ৫ জুলাই ভয়ংকর কিছুর আগামবার্তা! কী বলছেন জাপানের বাবা ভাঙ্গা?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভবিষ্যত জানিয়ে গোটা পৃথিবীকে চমকে দিয়েছেন অনেকেই। এদের মধ্য বহুদিন থেকেই দুনিয়ার নজর কেড়েছেন নাস্ত্রাদামুস ও বাবা ভাঙ্গা। সেই তালিকায় নাম রয়েছে জাপানের একজন ভবিষ্যতদ্রষ্টার। নাম রিও তাতসুকি। তার বহু ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছে। এই তাতসুকিই বলেছিলেন গোটা দুনিয়ায় ধেয়ে আসছে এক অতিমারী। করোনা প্যান্ডেমিক হয়েছিল। ত্রাসের সৃষ্টি করেছিল গোটা দুনিয়ায়। তাঁর ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ার কারণে তাঁকে বলা হয় জাপানের বাবা ভাঙ্গা।

রিও তাতসুকির কাছে ভবিষ্যতের কোনও ঘটনা আসে স্বপ্নের মত করে। তিনি একজন মাঙ্গা শিল্পী অর্থাত্ কার্টুন শিল্পী। তিনি সেইসব ভবিষ্যতের ঘটনা ফুটিয়ে তোলেন তাঁর কার্টুনের মাধ্যমে। এভাবেই তিনি বলেছিলেন ১৯৯৫ সালে কোবের ভূমিকম্পের কথা, টি হকু ভূমিকম্পের কথা, ২০১১ সালের সুনামির কথা এবং সর্বপরি করোনা অতিমারীর কথা।

২০২১ সালে তাতসুকি তাঁর লেখা বই ‘দ্যা ফিউচার আই স’ তিনি বলেছিলেন ২০২৫ সালের ৫ জুলাই বিশাল বিপর্যয়ের মুখ পড়বে জাপান। অনেকেই এই কথা উড়িয়ে দিয়েছেন। কিন্তু তাতসুকি অতীতে যেসব ঘটনার কথা আগাম বলে ছিলেন তার নিয়ে আতঙ্ক কাটছে না। 

মাঙ্গা আর্টিস্ট হিসেবে জাপানে পরিচিত রিও তাতসুকি। এরকম অনেক কার্টুন আর্টিস্টই রয়েছে জাপানে। কিন্তু তাতসুকি তাদের থেকে অনেকটাই আলাদা। তাঁর কথা মানুষের নজরে আসে যখন ১৯৯৯ সালে তিনি যখন বলেন, ২০১১ সালের মার্চে এক বিশাল বিপর্যয় হবে জাপানে। বাস্তবে দেখা গিয়েছিল ২০১১ সালের ১১ মার্চ জাপানের টি হকু প্রবল ভূমিকম্প কেঁপে ওঠে। তার জেরে তৈরি হয় এক বিশাল সুনামি। ওই সুনামিতে মৃত্যু হয় ১৫০০০ মানুষের। বিস্ফোরণ হয়েছিল ফুকুসিমা পরমাণু বিদ্যুত্ কেন্দ্রে।

আরও পড়ুন-শেষ মুহূর্তে কয়েক হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছেন এয়ার ইন্ডিয়ার পাইলটরা, কীভাবে…

আরও পড়ুন-বিশ্বযুদ্ধ কি নিশ্চিত? আশঙ্কার গাঢ় মেঘ! তেল আভিভে মার্কিন দূতাবাসেই মিসাইল দেগে দিল ইরান…

অতীতে তাতসুকির করা কোনও ভবিষ্যদ্বাণীকেই উড়িয়ে দেওয়া যাবে না। কারণ তা বাস্তবে ঘটেছিল। প্রিন্সেস ডায়নার অকাল মৃত্যুর কথা তিনি বলেছিলেন। কোভিডের কথা তিনি বলেছিলেন। এখন যখন তিনি এবছর ৫ জুলাইয়ের কথা তিনি বলেছেন তখনও তাকে উড়িয়েও দিতে পারছেন না কেউ। তবে গোলমালের বিষয়টি হল নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে তার ভবিষ্যদ্বাণী সাড়া ফেলেছে গোটা দেশে।

‘দ্যা ফিউচার আই স’ বইয়ের ২০২১ সালের সংস্করণে তাতসুকি হঠাত্ লেখেন, ‘২০২৫ সালে ৫ জুলাই জাপানে এক বিশাল বিপর্যয় ঘটবে।’ এর থেকে বেশি কিছু তিনি বলেননি। সমস্যা এখানেই। ফলে তাতসুকির অতীতের ভবিষ্যদ্বাণীর কথা মাথায় রেখে অনেকেই তাদের আতঙ্কের কথা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। শোরগোল পড়েছে দেশে। এখন প্রশ্ন হল, জাপানের বিপর্যয় কি প্রভাব ফেলবে দুনিয়াতে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link