NOW READING:
Pakistan on Israel-Iran: ‘তেল আভিভ, তেহরানে হামলা চালালে ইসরায়েলে পারমাণবিক বোমা ফেলবে পাকিস্তান’, ইরানের ভয়ংকর দাবি…
June 16, 2025

Pakistan on Israel-Iran: ‘তেল আভিভ, তেহরানে হামলা চালালে ইসরায়েলে পারমাণবিক বোমা ফেলবে পাকিস্তান’, ইরানের ভয়ংকর দাবি…

Pakistan on Israel-Iran: ‘তেল আভিভ, তেহরানে হামলা চালালে ইসরায়েলে পারমাণবিক বোমা ফেলবে পাকিস্তান’, ইরানের ভয়ংকর দাবি…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরান-ইসরায়েল সংঘাতে (Iran-Israel Conflict) এবার নাম জড়ালো পাকিস্তানের (Pakistan)। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে পাকিস্তান ইসরায়েলের উপর পারমাণবিক হামলা চালাবে। যদিও এই ইরানের মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান। ইসলামাবাদ সাফ জানিয়েছে, তারা কোনওভাবেই এই বক্তব্যকে সমর্থন করে না। 

আরও পড়ুন, Iran Israel War: বিশ্বযুদ্ধ কি নিশ্চিত? আশঙ্কার গাঢ় মেঘ! তেল আভিভে মার্কিন দূতাবাসেই মিসাইল দেগে দিল ইরান…

ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রগুলির উপরে হামলা এবং ইরানের প্রত্যাঘাতের পরই মধ্য প্রাচ্যে প্রায় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতিতেই ইরানকে সমর্থন জানিয়েছে পাকিস্তান। যেহেতু ইরানের পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল, তার জেরে তেজস্ক্রিয় বিকিরণের সম্ভাবনা প্রবল। ব্যাপক ক্ষয়ক্ষতিও হতে পারে। এহেন পরিস্থিতিতে সাক্ষাৎকার দিতে গিয়ে রেজাই বলেন, ‘পাকিস্তান আমাদের আশ্বাস দিয়েছে, ইজরায়েল যদি পারমাণবিক মিসাইল ছোড়ে তাহলে পাকিস্তানও ইজরায়েলের উপর পারমাণবিক হামলা করবে।’

যদিও গত ১৩ জুন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে ইসরায়েল সরাসরি হামলা চালানোর পরেও কোনও পাকিস্তানি সরকারি শীর্ষ আধিকারিককে জনসমক্ষে এ ধরনের বিবৃতি দিতে দেখা যায়নি।পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই দাবি খারিজ করে বলেছেন যে, আমরা এমন কোনও প্রতিশ্রুতি দিইনি। উল্লেখ্য, পূর্বে পাকিস্তান ইজরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের জন্য প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেছিল। 

প্রসঙ্গত, ইরানের দাবি, তৈল শোধনাগার, পারমাণবিক কেন্দ্র এমনকী, ঘন জনবসতিপূর্ণ এলাকায় চলছে আক্রমণ। নিহত হয়েছেন ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পসের গোয়েন্দা প্রধান। ইজরায়েলের হামলায় ইরানে এখনও পর্যন্ত ৪০৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৬৫৪ জন। 

আরও পড়ুন, Donald Trump to Ayatollah Ali Khamenei: ইরানি নেতা আয়াতোল্লা খোমেইনিকে ‘খুন করবে’ ইজরায়েল! জেনে ট্রাম্প যা বললেন শুনে আশ্চর্য হবেন…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link