NOW READING:
Khidirpur Market Fire: বীভৎস! দেড়শো বছরের প্রাচীন বাজারে মোট ১৩০০ দোকানের কিছু বাদ দিলে প্রায় গোটা মার্কেটই পুড়ে ছাই…
June 16, 2025

Khidirpur Market Fire: বীভৎস! দেড়শো বছরের প্রাচীন বাজারে মোট ১৩০০ দোকানের কিছু বাদ দিলে প্রায় গোটা মার্কেটই পুড়ে ছাই…

Khidirpur Market Fire: বীভৎস! দেড়শো বছরের প্রাচীন বাজারে মোট ১৩০০ দোকানের কিছু বাদ দিলে প্রায় গোটা মার্কেটই পুড়ে ছাই…
Listen to this article


অয়ন ঘোষাল: ভয়ংকর! ভোর রাতের বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার খিদিরপুর বাজারের (Khidirpur Market Fire) প্রায় সাড়ে ৬০০ দোকান। বাজারের বাকি আরও প্রায় ৪০০ দোকান ক্ষতিগ্রস্ত। কী থেকে এই ভয়ংকর আগুন (Khidirpur Fire), তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ভোর ৪টে নাগাদ মেয়র এবং স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) স্পটে গিয়েছিলেন।

দেড়শো বছর আগে

ব্রিটিশ আমলে, প্রায় দেড়শো বছর আগে সেন্ট থমাস চার্চের গায়ে এই বাজার তৈরি হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সেই বাজারের বহর। পুরনো বাজারকে ঘিরে ক্রমশ আয়তনে বেড়েছে হালের বাজারের চেহারা। তবে পরিকাঠামো সেই তুলনায় আধুনিক হয়নি। ফলে, ঘিঞ্জি অপরিসর গলি এবং তস্য গলিতে সর্পিল ভাবে বেড়ে উঠেছে খিদিরপুর বাজার। 

আরও পড়ুন: Ahmedabad Plane Crash Uncanny Things: এয়ার ইন্ডিয়ার ভয়ংকর বিমান দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে ৫ ভূতুড়ে কাণ্ড! হাড়হিম বোয়িং…

আরও পড়ুন: Sharmistha’s Prediction About Plane Crash: হতবাক বিশ্ব! সাতদিন আগেই কীভাবে বিমান দুর্ঘটনার ভবিষ্যদ্বাণী শর্মিষ্ঠার? নক্ষত্রসমাবেশ নিয়ে বিস্ময়কর যা বলেছেন…

ব্যবসায়ীদের অভিযোগ

আর এহেন ঘিঞ্জি বাজারে ঢুকে আগুন নেভাতে কালঘাম ছুটে যায় দমকলকর্মীদের। তা ছাড়া দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগও উঠেছে। অভিযোগ উঠেছে কম সংখ্যক ইঞ্জিন নিয়ে আসা এবং কম জল নিয়ে আসার মতো বিষয়েরও। এই সব বিভিন্ন অভিযোগ তোলেন বাজারের ব্যবসায়ীরা। 

কালঘাম দমকলের

যদিও দমকলের পালটা দাবি, বিভিন্ন ফায়ার স্টেশন থেকে একে একে গাড়ি এসেছে। এতে টেকনিক্যাল টাইম বেশি লেগেছে। এরপর অপরিসর গলির মধ্যে দমকলের গাড়ি বাজারের মূল আগুন লাগার জায়গাগুলিতে পৌঁছতে পারেনি। অবস্থা সামাল দিতে জলের হোস পাইপের লুপ তৈরি করে কাজ করে দমকল। ফলে আগুনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা সময় লেগে যায়।

আতঙ্ক খিদিরপুরে

আগুনের জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। খিদিরপুর এলাকার আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। কমে আসে দৃশ্যমানতা। গ্রাউন্ড জিরোয় ঢুকে দেখা যায় পরিস্থিতি ভয়াবহ। এক দোকানের দেয়াল অন্য দোকানের উপর ভেঙে পড়ে দাউ দাউ করে জ্বলছে। প্রায় ১০০ বছরের দোকান সব। 

নিয়ন্ত্রণে

সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, আগুন নেভানো সম্ভব হয়েছে। খুব সামান্য কিছু পকেট ফায়ার রয়ে গেছে। কুলিং ডাউন শুরু হয়েছে। বিক্ষিপ্ত কিছু ফায়ার পকেট ছাড়া মোটের উপর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। মোট দোকান ১৩০০টি। ভস্মীভূত প্রায় ৬০০। বাইরের দিকে মুখ করে থাকা দোকান বাদ দিলে ভিতরের প্রায় গোটা বাজারটাই পুড়ে ছাই। সামনের দিকে দৃশ্যমানতা প্রায় শূন্য। দূরে সেন্ট থমাস চার্চের চূড়া ছাড়া বাকি আর কিছুই দৃশ্যমান নয়।

ক্ষতি

সর্বস্ব হারিয়ে আকুল কান্নায় ভেঙে পড়েছেন দোকানদারেরা। ভোজ্যতেলের দোকানের এক মালিক বলেন, তাঁর প্রায় ২০ লক্ষ টাকার মতো লোকসান হয়েছে। সর্বস্বান্ত হয়ে পড়েছেন তিনি। আর এক ব্যবসায়ী জানান, তাঁর দোকানে পঞ্চাশ লক্ষ টাকার জিনিস ছিল, ৫ লক্ষ টাকা ক্যাশ ছিল। আগুনে পুড়ে সব কিছু হারিয়ে তিনি সর্বস্বান্ত! ঠিক সময়ে দমকল এলে এই ক্ষতি হত না বলে তাঁর অভিযোগ। পুলিসের বিরুদ্ধে তাঁর এবং ব্যবসায়ীদের সকলেরই তীব্র অভিযোগ। দমকলের গাফিলতির অভিযোগও করছেন তাঁরা। 

ছ’মাসে ১০

প্রসঙ্গত, চলতি বছরে গত ৬ মাসে খাস কলকাতা শহরে মোট ১০টি আগুন লাগার ঘটনা ঘটল!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link