<p><strong>নয়াদিল্লি:</strong> বিমান বিপর্যয়ের পর অত্যন্ত দ্রুততার সঙ্গে চলছে উদ্ধার কাজ। পাশাপাশি নিহতদের ডেথ সার্টিফিকেট জোগাড়ে পরিবারকে যাতে উদভ্রান্তের মতো ছুটোছুটি করতে না হয়, সেদিকটাও খেয়াল রাখা হয়েছে, বলেন আমদাবাদের পুর কমিশনার।</p>
<p>[yt]https://youtu.be/fygbLROKh5w?si=sJYtlGqF1k5hQNBG[/yt]</p>
<p>আরও পড়ুন, <a title="পাখির চোখ ২৬-র ভোট, ফের মোদিকে রাজ্য়ে আনতে চায় বঙ্গ BJP, ঘর গোছাতে বৈঠক সুকান্তদের" href="https://bengali.abplive.com/district/bjp-bengal-meet-they-wants-to-bring-pm-modi-to-state-before-wb-assembly-election-2026-1140184" target="_self">পাখির চোখ ২৬-র ভোট, ফের মোদিকে রাজ্য়ে আনতে চায় বঙ্গ BJP, ঘর গোছাতে বৈঠক সুকান্তদের</a></p>
<p>সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, আমদাবাদের পুর কমিশনার বাঞ্ছা নিধি পানি বলেন, আমরা নিশ্চিত করেছি এবিষয়ে, যাতে নিহতদের ডেথ সার্টিফিকেট জোগাড় করতে যেনও নানা অফিসে ছুটোছুটি করতে না হয় স্বজনহারাদের। একটি Single Window Sytem গঠন করা হয়েছে। গুজরাতের রাজ্য প্রশাসন হাসপাতালেই শংসাপত্রের ব্যবস্থা করেছে।’ পুর কমিশনার আরও বলেন, ১০১ টি অগ্নিনির্বাপন গাড়ি সেখানে মজত করা হয়েছিল । ছিল ১০০ টিরও বেশি অ্যাম্বুলেন্স। যার মধ্যে ৩৫ টি বেসরকারি। জেসিবি-ক্রেন সহ ৪৬ টি যন্ত্র সামগ্রী উদ্ধার কার্যে নিযুক্ত করা হয়েছে। এদিকে বিমানের ডানা এমনভাবেই পড়েছে, যা অ্যাম্বুলেন্সের যাতায়াতের পথে বাধা সৃষ্টি করছিল। তবে তাও এবার সমাধানের ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধারকার্যে যাতে কোনওরকম অসুবিধা না হয়, সে কারণে ১০০ টিরও বেশি LED লাইটের ব্যবস্থা করা হয় বলে তিনি জানিয়েছেন।</p>
<p> </p>
Source link
বিমান দুর্ঘটনায় নিহতদের ডেথ সার্টিফিকেট নিয়ে জরুরি বার্তা আমদাবাদের পুর কমিশনারের
