জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল (Israel Iran War)। শুরু করেছে ‘অপারেশন রাইজিং লায়ন'(Operation Rising Lion)। পালটা ইরানও জামকারান মসজিদের চূড়ায় লাল নিশান উড়িয়ে যুদ্ধের বার্তা দিয়েছে। শুক্রবারের জুম্মার নমাজের পরই জামকারান মসজিদের চূড়ায় লাল নিশানা ওড়ানো হয়। যুদ্ধ পরিস্থিতিতে পৃথিবীর সব দেশে ইজরায়েলি দূতাবাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইজরায়েলের? কেন হচ্ছে ইরান-ইজরায়েলের যুদ্ধ? এর পিছনে কি শুধুই আমেরিকার উস্কানি?
কেন ইরান-ইজরায়েলের যুদ্ধ?
ইজরায়েলের দাবি, ইরানের পারমাণবিক সম্ভার (Nuclear Weapon) বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। আর তাই আত্মরক্ষার্থে এই যুদ্ধ। ইরানে পারমাণবিক সম্ভার সীমা অতিক্রম করেছে এই অভিযোগে ১৩ জুন ভোর রাতে ইজরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করে। প্রথমে ইরানের তেহরানে পরমাণু ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইজরায়েল (Israel Strikes on Iran)। ইরানের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইজরায়েল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দুতে আঘাত হেনেছে। নাতাঞ্জের পারমাণবিক ঘাঁটি এবং পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
১৫ পরমাণু বোমার হুংকার!
ইজরায়েলের হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্তা মহম্মদ বাঘেরি। নিহত হয়েছে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা। ইজরায়েল দাবি করেছে, গোয়েন্দা সূত্রে তাদের কাছে খবর আসে যে ইরান একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রচুর পরিমাণে ইউরেনিয়াম মজুত করেছে। ১৫ পরমাণু বোমা তৈরি করতে পারে ইরান! ইজরায়েলের এই দাবি যে অনর্থক নয়, তার প্রমাণ মিলেছে ইরানের পালটা হুংকারেই। নাতাঞ্জের পারমাণবিক ঘাঁটিতে ইজরায়েলের হামলার পরই ইরান পালটা হুংকার দিয়েছে, তারা এখনও পরমাণু বোমা তৈরি করতে পারে!
“অপারেশন ট্রু প্রমিস-৩”
ইজরায়েলের হামলার পরই পালটা ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইজরায়েলের বিভিন্ন এলাকা টার্গেট করে ১০০টি ড্রোন নিয়ে হামলা চালিয়েছে তেহরান। ইজরায়েলের বিরুদ্ধে ইরান শুরু করেছে “অপারেশন ট্রু প্রমিস-৩” (Operation True Promise-3)। দুই দেশ-ই ভয়ংকরভাবে চিরশত্রু৷ ইজলায়েল প্যালেস্তাইনের যুদ্ধেও হিজবুল্লাহ ও হামাস জঙ্গিগোষ্ঠীকে ইরান সাহায্য করছে বলে অভিযোগ ইজরায়েলের৷ ফলে যুদ্ধের জমি বিগত কয়েক মাস ধরেই তৈরি হচ্ছিল ৷ এরপর গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেও যুদ্ধের ইঙ্গিত মেলে।
আরও পড়ুন, Air India crash: অভিশপ্ত উড়ানের শেষ ৫০ সেকেন্ড! কী ঘটেছে… মিলল ড্রিমলাইনারের ব্ল্যাক বক্স…প্রথম ছবি
আরও পড়ুন, Ahmedabad plane crash: স্ত্রীর শেষ ইচ্ছে রাখতে ভারতে, অভিশপ্ত AI 171-র যাত্রী, আর ফেরা হল না সন্তানদের কাছে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)