NOW READING:
Bangladesh Political Updates: কাজের কাজ করেননি কিছুই! জনগণের পয়সায় ‘ড. ইউনূস’ ১১ বার বিশ্বভ্রমণ করেছেন শুধু…
June 13, 2025

Bangladesh Political Updates: কাজের কাজ করেননি কিছুই! জনগণের পয়সায় ‘ড. ইউনূস’ ১১ বার বিশ্বভ্রমণ করেছেন শুধু…

Bangladesh Political Updates: কাজের কাজ করেননি কিছুই! জনগণের পয়সায় ‘ড. ইউনূস’ ১১ বার বিশ্বভ্রমণ করেছেন শুধু…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাজের কাজ করেননি কিছুই! জনগণের পয়সায় ডক্টর ইউনূস ১১ বার বিশ্বভ্রমণ করেছেন শুধু…

প্রাক্তন সংসদ ও আওয়ামীলিগের নেতা গোলাম মাওলা রনি বলেছেন, গত দশ মাসে ড. মহম্মদ ইউনূস এগারোবার বিশ্বভ্রমণ করেছেন গরিবের টাকায়। দরিদ্র মানুষের টাকায়, হতদরিদ্রদের টাকায়। 

তিনি জানান, আমরা বাঙালিরা ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন বলার চেয়ে বিলেত শব্দটি বলতে পছন্দ করি। এতে একটা আভিজাত্য, রাজা রাজা ভাব আছে। আমাদের ড. মহম্মদ ইউনূস বিলেতে গিয়েছেন।

আরও পড়ুন: Kalighat Horror: ভরদুপুরে কালীঘাটে খুন! গাড়ি রাখা নিয়ে সামান্য বচসায় কোপানো হল সোনার দোকানের কর্মীকে…

তিনি বলেন, আমি যেই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি সেই সময়ের খবর হল— ‘বিলেতের প্রধানমন্ত্রী, ড. মহম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তারপর আরও অনেক ঘটনা, সেই ঘটনায় আমাদের যে লজ্জা, অপমান, তারপর আমাদের আত্মোপলব্ধি, আমরা কারা? ড. মহম্মদ ইউনূসের জীবন, তার ব্যাপ্তি, তার আয়তকার বর্গক্ষেত্র সব কেমন যেন একটা রম্বস হয়ে গেছে।

আরও পড়ুন: What is the connection of Vijay Rupani with 1206 number: লাকি সংখ্যাই জীবনের শেষ অঙ্কে করল বিট্রে! Ex CM রুপাণীর মৃত্যুবাণই ‘১২০৬’ …

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link