NOW READING:
Ahmedabad plane crash: স্ত্রীর শেষ ইচ্ছে রাখতে ভারতে, অভিশপ্ত AI 171-র যাত্রী, আর ফেরা হল না সন্তানদের কাছে…
June 13, 2025

Ahmedabad plane crash: স্ত্রীর শেষ ইচ্ছে রাখতে ভারতে, অভিশপ্ত AI 171-র যাত্রী, আর ফেরা হল না সন্তানদের কাছে…

Ahmedabad plane crash: স্ত্রীর শেষ ইচ্ছে রাখতে ভারতে, অভিশপ্ত AI 171-র যাত্রী, আর ফেরা হল না সন্তানদের কাছে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অর্জুনভাই মানুভাই পাটোলিয়া (Arjunbhai Manubhai Patoliya), গুজরাটের ভাদিয়ার বাসিন্দা। তবে কিছু বছর ধরেই স্ত্রী ভারতীবেন ও ২ সন্তানকে নিয়ে লন্ডনে বাস করছিলেন। মাত্র এক সপ্তাহ আগে লন্ডনে স্ত্রী ভারতীবেনকে হারান অর্জুন। প্রিয়তমা স্ত্রীর শেষ ইচ্ছে রাখতে গুজরাটের গ্রামে ফিরেছিলেন অর্জুন। ভারতীবেনের শেষ ইচ্ছে ছিল, তাঁর শেষকৃত্য যেন হয় তাঁর গ্রামে, দেশের বাড়িতে। আর তাই স্ত্রীর শেষকৃত্য করতেই ২ সন্তানকে লন্ডনে রেখে ভারতে ফেরেন অর্জুন। শেষকৃত্য সেরে কাল আবার লন্ডনে সন্তানদের কাছে ফিরছিলেন। ভাগ্যের পরিহাসে অভিশপ্ত AI 171-র যাত্রী ছিলেন অর্জুনও ((Air India Crash)। বিমান দুর্ঘটনায় (Ahmedabad plane crash) প্রাণ হারিয়েছেন তিনিও। 

অর্জুনের স্ত্রীর শেষ ইচ্ছে

সন্তানদের কাছে ফেরার কথা থাকলেও আর ফেরা হল না অর্জুনের। মাকে হারানোর পর এক সপ্তাহের মধ্যে এবার বাবাকেও হারাল অর্জুন-ভারতীবেনের ২ সন্তান। যে সন্তানদের একসঙ্গে বড় করছিলেন অর্জুন ও তাঁর স্ত্রী, এখন তাঁরা মা-বাবা দুজনকেই হারিয়ে ‘অনাথ’। ৩৬ বছর বয়সী অর্জুন মনুভাই পাটোলিয়ার স্ত্রীর শেষ ইচ্ছে ছিল তাঁর চিতাভস্ম যেন নর্মদায় বিসর্জন দেওয়া হয়। যে গুজরাট তাঁর মাতৃভূমি, যে গুজরাটের মাটিতে জড়িয়ে তাঁর শিকড়। স্ত্রীর শেষ ইচ্ছে রাখতেই আমরেলি জেলার ভাদিয়া গ্রামে ফিরেছিলেন অর্জুন। 

গুজরাটের নর্মদা নদীতে প্রয়াত স্ত্রীর চিতাভস্ম ভাসান। ভাদিয়ায় আত্মীয়দের সঙ্গে বসেই ‘বেসনু’ ও অন্যান্য আচার পালন করেন তিনি। স্ত্রীর স্মৃতি মনে নিয়েই ভারাক্রান্ত হৃদয়ে কাল আবার লন্ডনে ফিরছিলেন অর্জুন। কিন্তু সেই ফেরা আর হল না… জীবন যেন তাঁর জন্য অন্য পরিণতি-ই লিখে রেখেছিল! এই ঘটনায় শোকস্তব্ধ অর্জুন-ভারতীর পরিবার। অর্জুনের ভাগ্নে কৃষ জগদীশ পাটোলিয়া বলেন, “এটা মর্মান্তিক। এটা হৃদয়বিদারক। আমরা এক সপ্তাহের মধ্যে ওদের দুজনকে হারালাম।” 

বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে ভারতের গুজরাটের আমদাবাদে (Ahmedabad plane crash)। ২৪২ জন যাত্রী নিয়ে আমদাবাদের মেঘানিনগরে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান AI 171। টেক অফের পরই ভেঙে পড়ে বিমানটি (Air India Crash)। দুর্ঘটনায় একজন ছাড়া ২৪১ যাত্রী প্রাণ হারিয়েছেন। সেইসঙ্গে মেডিক্যাল কলেজের হস্টেলেরও ২৪ জনের মৃ্ত্যু হয়েছে। মোট প্রাণহানি ২৬৫। জানা গিয়েছে, টেক অফের পর প্রয়োজনীয় গতি তুলতে পারেনি বিমানটি। আর তার জেরেই টেক অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। 

আরও পড়ুন, Air India crash: অভিশপ্ত উড়ানের শেষ ৫০ সেকেন্ড! কী ঘটেছে… মিলল ড্রিমলাইনারের ব্ল্যাক বক্স…

আরও পড়ুন, MAYDAY Call in flight: কেন-কখন হাড়হিম করা MAYDAY কল পাইলটের! কী এর মানে? লুকিয়ে ১০২ বছর আগের ভয়ংকর দুর্যোগের ইতিহাস…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link