Ahmedabad Plane Crash: ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেদাবাদে (Ahmedabad Plane Crash)। বৃহস্পতিবার মেঘানিনগরে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India)বিমান। জানা গিয়েছে, বিমানে ২৩০ জন যাত্রী এবং পাইলট সহ ১২ জন ক্রু সদস্য ছিলেন। বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল বলে খবর। এই দুর্ঘটনায় বিমানে থাকা সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিমানে দুই শিশুও ছিল।
আকাশে ওড়ার মুহূর্তেই বিপর্যয় ঘটে। টেকঅফের পরই বিপত্তি। বহুতলের ওপর ভেঙে পড়ে বিমানটি।
আরও পড়ুন: Ahmedabad Plane Crash: টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভস্মীভূত বিমান! দেখুন শেষ মুহূর্তের হাড়হিম সেই ভিডিয়ো…
কিন্তু ঘুরতে যাওয়ার সময়, মানুষ যেমন ফ্লাইটে ওঠার আগের ভিডিয়ো, ফ্লাইটের ভিতরের ভিডিয়ো, আনন্দে উত্সাহে মানুষ ঘুরতে যাওয়ার উন্মাদনায় মেতে থাকার মুহুর্ত ক্যামেরাবন্দী করে, তেমনই আমদাবাদের ফ্লাইট ছাড়ার আগের সেই মুহুর্ত, তখনও যাত্রীরা কেউ জানে না তাদের জীবনে আসতে চলেছে অমাবস্যার অন্ধকার।
আরও পড়ুন: Ahmedabad Plane Crash updates: শেষ সময়ের হাড়হিম তথ্য! টেক-অফের পর পরই May Day বলে চিত্কার পাইলটের, কিন্তু যোগাযোগের চেষ্টায় সাড়া মেলেনি আর…
ভিডিয়োও দেখা যাচ্ছে যে, বিমান ছাড়ার আগে কেউ প্রিয়জনকে ফোন করছে, কেউ ব্যাগ রাখছে, কেউ জানলা দিয়ে রানওয়ে দেখছে আবার কেউ বা, দীর্ধ যাত্রার প্রস্তুতি নিচ্ছে। কেউ জানে না, আর কিছুক্ষণ পরেই সেই মুহুর্ত, যেখানে বিমান আকাশে ওড়ার আগেই, যাত্রীরা বিলীন হয়ে যাবে আকাশেই। মহাসিন্ধুর ওপার থেকে ডাক আসার ঠিক আগের মুহুর্তের চাঞ্চল্যকর ভিডিয়ো দেখে নিন।