NOW READING:
Fact Check: জি-পে, ফোন-পে, পেটিএম নিয়ে বড় আপডেট কেন্দ্রের! টাকা পাঠালে সত্যিই কি টাকা কাটবে?
June 12, 2025

Fact Check: জি-পে, ফোন-পে, পেটিএম নিয়ে বড় আপডেট কেন্দ্রের! টাকা পাঠালে সত্যিই কি টাকা কাটবে?

Fact Check: জি-পে, ফোন-পে, পেটিএম নিয়ে বড় আপডেট কেন্দ্রের! টাকা পাঠালে সত্যিই কি টাকা কাটবে?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউপিআই (UPI) ব্যবহারের নিয়মে ১ আগস্টের মধ্যেই নাকি বড় বদল আসছে। এমনই জানা গিয়েছিল বুধবার। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ৩০০০ টাকার বেশি অঙ্কের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে বাড়তি চার্জ দিতে হবে। ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের বাড়তে থাকা পরিকাঠামো-খরচ এবং পরিচালন সংক্রান্ত ব্যয়ের কথা বিবেচনা করেই নয়া নিয়মের কথা ভাবা হয়েছিল। কিন্তু এবার সামনে এল অর্থমন্ত্রকের (Finance Ministry) নতুন আপডেট। 

আরও পড়ুন, Ahmedabad plane crash Updates: ঝলসানো দেহের স্তূপ! আগুন-আর্তি! কীভাবে ঘটল আমদাবাদের ভয়ংকরতম এই বিমান দুর্ঘটনা?

এই নিয়ে বিস্তর আলোচনার পর অবশেষে অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই দাবি এবং এই জল্পনা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে এই ভাইরাল পোস্ট সম্পর্কে জানিয়েছেন যে সরকার অনলাইন পেমেন্টের প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে কোনও রকম ভুয়ো খবর বরদাস্ত করা হবে না। এক্স হ্যান্ডেলে অর্থমন্ত্রকের তরফে জানানো হয়, ‘ইউপিআই লেনদেনের উপর এমডিআর ধার্য করা হবে বলে যে জল্পনা এবং দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এই ধরনের ভিত্তিহীন এবং চাঞ্চল্যকর জল্পনা নাগরিকদের মধ্যে অপ্রয়োজনীয় অনিশ্চয়তা, ভয় এবং সন্দেহের জন্ম দেয়। সরকার ইউপিআই-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট প্রচারে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

এই গুজবের তৈরি হয়েছে পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া সরকারকে লেখা একটি চিঠি থেকে, যেখানে ২০২০ সালের জানুয়ারী থেকে চালু থাকা জিরো MDR নীতি বাতিলের পক্ষে সওয়াল করা হয়েছে। PCI-এর প্রস্তাবে UPI ব্যবহারকারী বৃহত্তর ব্যবসায়ীদের জন্য ০.৩% নামমাত্র MDR অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন করে, কারণ UPI অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় আনুমানিক ১০,০০০ কোটি টাকার বিপরীতে সরকারের ১,৫০০ কোটি টাকার চার্জ অপর্যাপ্ত বলে মনে করা হচ্ছে। যা প্রোভাইডারদের উপর আর্থিক চাপ এবং টেকসই তহবিল সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরে, যা ডিজিটাল পেমেন্ট সিস্টেমের অব্যাহত সম্প্রসারণের জন্য অপরিহার্য। 

আরও পড়ুন,Ahmedabad Plane Crash: চলছিল লাঞ্চ! আচমকাই মেডিক্যাল হস্টেলে ঢুকে এল বিমান, বেঘোরে প্রাণ হারালেন বহু চিকিত্‍সক…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link