NOW READING:
Ahmedabad Plane Crash: টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভস্মীভূত বিমান! দেখুন শেষ মুহূর্তের হাড়হিম সেই ভিডিয়ো…
June 12, 2025

Ahmedabad Plane Crash: টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভস্মীভূত বিমান! দেখুন শেষ মুহূর্তের হাড়হিম সেই ভিডিয়ো…

Ahmedabad Plane Crash: টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভস্মীভূত বিমান! দেখুন শেষ মুহূর্তের হাড়হিম সেই ভিডিয়ো…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) ভয়াবহতা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। দুর্ঘটনার একাধিক ছবি, ভিডিও ইতোমধ্যেই সামনে এসেছে। একগুচ্ছ ছবি, ভিডিয়োর মধ্যে থেকে দেখা যাচ্ছে বিমানের একাংশ একটি বহুতলের ওপর ভেঙে পড়ল, সেটি আসলে একটি মেডিক্যাল হস্টেল। ভাইরাল হয়েছে প্লেন ভেঙে পড়ার শেষ মুহূর্তের সেই ভিডিয়ো (Viral Video)।

বৃহস্পতিবার মেঘানিনগরে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। জানা গিয়েছে, বিমানে ২৪২ জন যাত্রী এবং পাইলট সহ ১২ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জনই ভারতীয়। এছাড়া ব্রিটিশ নাগরিক ছিলেন ৫৩ জন, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান। বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল বলে খবর। এই দুর্ঘটনায় বিমানে থাকা সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিমানে দুই শিশুও ছিল।

আরও পড়ুন- Ahmedabad Plane Crash: চলছিল লাঞ্চ! আচমকাই মেডিক্যাল হস্টেলে ঢুকে এল বিমান, বেঘোরে প্রাণ হারালেন বহু চিকিত্‍সক…

আকাশে ওড়ার মুহূর্তেই বিপর্যয় ঘটে। টেকঅফের পরই বিপত্তি। বহুতলের ওপর ভেঙে পড়ে বিমানটি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ঘটনার পরই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও।

আগুনের তীব্রতার জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে বিমানটি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বিমানের অংশ। সূত্রের খবর, উড়ানের সময় বিমানটিতে প্রচুর পরিমাণে জ্বালানি ছিল। ফলে আগুনের তীব্রতা এতটা বেশি বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে পাখির ধাক্কায় এই দুর্ঘটনা। তবে এখনও তা নিশ্চিত নয়। 

আরও পড়ুন- Ahmedabad Plane Crash: আমদাবাদে ভয়ংকর দুর্ঘটনা! ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, ২০০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা…

সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি দাবি করেন তিনি ওই একই ফ্লাইটে দিল্লি থেকে আহমেদাবাদ এসেছিলেন। ফলে ঘণ্টা দুই আগে তিনি ওই ফ্লাইটে ছিলেন। বিমানের ভিতর অস্বাভাবিক কিছু দেখেছিলেন। অনেক কিছুই কাজ করছিল না। তিনি সেই সব ভিডিয়ো করে রেখেছিলেন  এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন বলে। যদি তাই হয়ে থাকে, তা হলে কারিগরি ত্রুটির ব্যাপারটি কোনও ভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link