জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার দুপুরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ওড়ার কিছুক্ষণ পরেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে। আমদাবাদের একটি হস্টেলে, কলেজের লাঞ্চ ব্রেক চলছিল, ছাত্র-ছাত্রীরা খাবার খাচ্ছিল, ঠিক তখনই বিকট শব্দে ভেঙে পরে বিমানটি সেখানে।
এখনও অবধি ১৭০ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ওড়ার পরপরই পাইলট আমদাবাদ বিমান পরিবহন নিয়ন্ত্রককে ‘মে’ডে নামক একটি বিপদের বার্তা পাঠান। তবে, এরপর, এটিসি-র করা ফোনের কোনও জবাব বিমানটি দেয়নি।
আরও পড়ুন: Ahmedabad Plane Crash: আমদাবাদের ভয়ংকর বিমান দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকপ্রকাশ, অভিষেকের স্বচ্ছ তদন্তের দাবি…
মে’ডে কল হল আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিপদ সংকেত যা মূলত বিমান ও সামুদ্রিক যোগাযোগে জরুরি অবস্থাকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়। এই শব্দটি ফরাসি শব্দ “m’aider” থেকে এসেছে, যার অর্থ ‘আমাকে সাহায্য করুন’। সাধারণতঃ বিমানে যাত্রীদের নিয়ে যাওয়ার সময়, যাত্রীদের জীবনহানির মতো কোনও সংকট এলে অথবা বিমান দুর্ঘটনার মুখোমুখি হলে, পাইলট মে’ডে কল করে এয়ার কন্ট্রোলকে।
এটিসি অনুসারে, এয়ার ইন্ডিয়ার বিমানটি দুপুর ১:৩৯ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে নম্বর ২৩ থেকে আহমেদাবাদ ছেড়ে যায়। কয়েক মিনিট পরেই পাইলট এটিসিকে মে’ডে কল করেন, কিন্তু এরপর এটিসি কর্তৃক করা কলের কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন ট্রাফিক কন্ট্রোলার।
বোয়িং বিমানটি দ্রুত মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছিল,আর তারপরই বিমানবন্দরের কাছে মেঘানীনগর এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই এলাকা থেকে কালো ধোঁয়ার একটি বিশাল কুণ্ডলী দেখা যায়। জরুরি উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং ব্যাপক উদ্ধারকার্য চলছে। অগ্নিনির্বাপণ অভিযান শুরু করেছে। বেশ কয়েকজন আহত ব্যক্তিকে শহরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: Ahmedabad plane crash Updates: ঝলসানো দেহের স্তূপ! আগুন-আর্তি! কীভাবে ঘটল আমদাবাদের ভয়ংকরতম এই বিমান দুর্ঘটনা?
পুলিশ আধিকারিক এএনআইকে বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মেডিক্যাল হয়েছে। ২-৩ মিনিটের মধ্যেই পুলিশ এবং অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় ৭০-৮০% এলাকা পরিষ্কার করা হয়েছে। সমস্ত সংস্থা এখানে কাজ করছে।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)