জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুজরাটের আমদাবাদে ভয়ংকর বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash)। আমদাবাদ বিমানবন্দর থেকে প্লেন ওঠার কিছু সময়ের মধ্যেই ঘনজনবসতিপূর্ণ এলাকায় মেঘানী নগরে ভেঙে পড়ে বিমান। এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী এই বিমান — বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ মডেলের একটি বিমান। বৃহস্পতিবার দুপুর ১.৩৮ মিনিটে বিমানটি টেক অফ করে আমদাবাদ বিমানবন্দর থেকে। বিমানে যাত্রী ছিলেন ২৪২ জন। তাদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডীয় এবং ৭ জন পর্তুগিজ নাগরিক রয়েছেন। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইট, দীর্ঘ যাত্রার জন্য এতে বিপুল পরিমাণ জ্বালানিও ছিল।
আরও পড়ুন- Ahmedabad Plane Crash: আমদাবাদে ভয়ংকর দুর্ঘটনা! ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, ২০০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা…
দুর্ঘটনাগ্রস্ত এই বিমানে সওয়ার ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণীও। জানা যায়, লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। ইতোমধ্যেই সামনে এসেছে বিমান কর্মীদের তালিকা। ফ্লাইটে সওয়ার ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর, সুমিত সভরওয়াল, অপর্ণা মহাদিক, শ্রদ্ধা ধওয়ন, দীপক পাঠক, ইরফান শেখ, নানথেম সিংসেন, মৈথিলি পাটিল, মণীষা থাপা। দুর্ঘটনার আগে মাটি থেকে বিমানের উচ্চতা ছিল মাত্র ৮০০ মিটার। ডাবল ইঞ্জিন ফেলিওরই কি দুর্ঘটনার জন্য দায়ী? যান্ত্রিক গোলযোগই দেখছেন বিশেষজ্ঞরা। জানা যায় যে লোকালয়ে বিমান ঘোরানো সম্ভব ছিল না।
জানা যায় টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই বিজে মেডিক্যাল কলেজের হোস্টেলে ধাক্কা মারে বিমানটি। এয়ারপোর্ট সংলগ্ন ডাক্তারদের সেই হস্টেলে ধাক্কা মারার জেরেই মৃত্যু হয়েছে বেশ কিছু আবাসিক চিকিত্সকের। দুর্ঘটনার সময় সেই হোস্টেলে উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন। আশঙ্কা করা হচ্ছে, মৃত্যু হয়েছে ১৫ জন জুনিয়র ডাক্তারের। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যায়, যে সময় বিমানটি হোস্টেলে ধাক্কা মারে, সেই সময় মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন ডাক্তাররা। আচমকাই বিল্ডিংয়ে ঢুকে আসে বিমান।
আরও পড়ুন- Preity Zinta: ফাইনালে লড়েও হার দলের, তো! ৩৪ বছরে ৩৪ জনকে প্রীতি…
বিমান দুর্ঘটনার খবর পেয়েই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডুর সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেনন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নায়ডু জানিয়েছেন, উদ্ধারকাজের উপর নজর রাখতে তিনি শীঘ্রই আমদাবাদ পৌঁছোচ্ছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)