NOW READING:
Sikkim Honeymoon Couple missing: হানিমুনে হাহাকার! মেঘালয়ের ছায়া সিকিমেও, নিখোঁজ নবদম্পতি! তবে কী…
June 10, 2025

Sikkim Honeymoon Couple missing: হানিমুনে হাহাকার! মেঘালয়ের ছায়া সিকিমেও, নিখোঁজ নবদম্পতি! তবে কী…

Sikkim Honeymoon Couple missing: হানিমুনে হাহাকার! মেঘালয়ের ছায়া সিকিমেও, নিখোঁজ নবদম্পতি! তবে কী…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 

উত্তর প্রদেশের প্রতাপগড় জেলার এক নবদম্পতির মধুচন্দ্রিমা দুঃস্বপ্নে পরিণত হল, তাঁরা একান্তে সিকিমে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন। কৌশলেন্দ্র প্রতাপ সিং এবং তার স্ত্রী অঙ্কিতা সিংয়ের বিয়ে হয়েছিল ৫ মে, তাঁরা মধুচন্দ্রিমার জন্য ২৪ মে সিকিমে পৌঁছেছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, তাঁদের গাড়িটি বৃষ্টিতে ভেজা পাহাড়ি রাস্তা থেকে প্রায় ১,০০০ ফুট গভীরে তিস্তা নদীতে পড়ে যায়। 

ভূমিধসপ্রবণ এলাকায় দুর্ঘটনা

ম্যাঙ্গান জেলার মুন্সিথাং-এর কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে—এই এলাকাটি ইতিমধ্যেই ভূমিধস এবং অবিরাম বৃষ্টিতে বিধ্বস্ত। ১১ জন পর্যটক এবং একজন চালককে বহনকারী গাড়িটি চুংথাং থেকে গ্যাংটক ফিরছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পুলিশ চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, এবং আরও তিনজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। দম্পতি এবং বিজেপির ওড়িশা মহিলা মোর্চার সম্পাদক ইতিশ্রী জেনা সহ আটজন এখনও নিখোঁজ রয়েছেন।

সিকিমের পুলিশ সুপার সোনম দেচু ভুটিয়া জানিয়েছেন যে গাড়িটি এখনও ধ্বংসস্তূপ এবং নদীর পলির নিচে চাপা পড়ে আছে, উদ্ধারের চেষ্টা ক্রমশ জটিল হচ্ছে।

আরও পড়ুন: Meghalaya Honeymoon Case: ‘আমি স্বামীকে মেরে বিধবা হয়ে তোমাকে বিয়ে করব!’ মেঘালয়ের অভিশপ্ত মধুচন্দ্রিমার প্ল্যান কি একবছর আগেই হয়েছিল?

হতাশ পরিবারছেগুলি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে

কৌশালেন্দ্রের বাবা শের বাহাদুর সিং পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে সিকিমে ছুটে গেছেন এবং তল্লাশি কর্মীদের সহায়তা করছেন। একটি ভিডিও বার্তায়, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে একটি আবেদন জানিয়েছেন, উদ্ধার অভিযান জোরদার করার জন্য তাদেরকে অনুরোধ করেছে। দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হলেও, কৌশলেন্দ্র বা অঙ্কিতার কোনওটিই শনাক্ত করা যায়নি।

আবহাওয়ার সঙ্গে লড়াই

এনডিআরএফ, রাজ্য পুলিশ, অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা, বন বিভাগ এবং টিএএএস (ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ সিকিম)-এর কর্মীদের নিয়ে গঠিত উদ্ধারকারী দলগুলি প্রতিকূল আবহাওয়া, তীব্র নদীর স্রোত এবং ধ্বস ভূখণ্ডের সঙ্গে লড়াই করে চলেছে।

আরও পড়ুন: Lady doctor abused in Delhi hospital: এবার রাজধানীতে আরজি কর! দিল্লির সরকারি হাসপাতালে মহিলা চিকিত্‍সককে… ছিঃ…

সরকারের প্রতিক্রিয়া নিয়ে হতাশা

কৌশলেন্দ্রের দাদা এবং একজন প্রবীণ বিজেপি নেতা ডঃ উম্মেদ সিং ‘ইনসান’, এই ট্র্যাজেডির মুখে উত্তরপ্রদেশ এবং কেন্দ্রীয় উভয় সরকারের “উদাসীনতার” জন্য সমালোচনা করেছেন। নিঁখোজ হওয়ার ১২ দিন পরেও অসহায় পরিবারগুলো অলৌকিক ঘটনার আশায় আঁকড়ে বসে আছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link